Ajker Patrika

বিমানবন্দরে ৮৯ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ৮৯ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৯ লাখ টাকার স্বর্ণসহ মো. শাহ আলম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে আজ সোমবার দুপুর ১টার দিকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম। 

গ্রেপ্তারকৃত ওই যাত্রী ফেনীর দাগনভূঞা উপজেলার হায়াতপুর গ্রামের মৃত আহমেদ উল্লাহর ছেলে মো. শাহ আলম। এ সময় তাঁর কাছ থেকে ১ দশমিক ২১ কেজি ওজনের ৭টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের কর্তব্যরত প্রটোকল অফিসার (মাইক-১৪) নাফিস আমিন রিজভী আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫১৪ ফ্লাইটে আগত যাত্রী শাহ আলমকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্বর্ণালংকার থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে তাঁর সঙ্গে থাকা হাত ব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তখন তাঁকে বিমানবন্দরের রেড চ্যানেলের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ১ দশমিক ২১ কেজি স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা। 

স্বর্ণসহ মো. শাহ আলম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষএদিকে আটক হওয়া যাত্রী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এক বছর ৮ মাস আগে বিদেশ গিয়েছি। আমি অসুস্থ বিধায় চলে আসছি। না হলে আসতাম না। ওই ব্যাগটা খালি সিটে পেয়ে নিয়েছিলাম। যদি ওই রকম কিছু জানতাম তাহলে ব্যাগটি লইতাম না।’ 
 
প্রটোকল অফিসার নাফিস আমিন রিজভী বলেন, ‘এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা করা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত