Ajker Patrika

বিছানায় স্ত্রীর, সিলিং ফ্যানে স্বামীর লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
বিছানায় স্ত্রীর, সিলিং ফ্যানে স্বামীর লাশ

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে দুজনই আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি বাড়ি থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় মৃত স্বামীর নাম সাইদুল মন্ডল (৩০)। তিনি নওগার মান্ডা থানার চক কেশব মন্ডলপাড়া এলাকার সামাদ মন্ডলের ছেলে এবং সৌদিপ্রবাসী। চলতি মাসের ৩ তারিখে দেশে ফিরেছেন তিনি। তাঁর স্ত্রী মৃত শাহনাজ পারভিন ববি (২৩) একই থানার মানিহরপুর এলাকার মাজেদ প্রামানিকের মেয়ে। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

পুলিশ জানায়, প্রতিবেশীরা সকাল থেকে নিহতদের সাড়া না পেয়ে তাঁদের কক্ষে প্রবেশ করলে ভেতরে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। কক্ষের ভেতরে বিছানার ওপর স্ত্রী শাহনাজ ববির মরদেহ পড়ে ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে বিষপানে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে সিলিং ফ্যানের সঙ্গে স্বামী সাইদুল মন্ডলের মরদেহ ঝুলে ছিল। 

এ বিষয়ে আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজি নাসের বলেন, প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন। তবে কেন ও কীভাবে তাঁরা মারা গেলেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত