Ajker Patrika

মেরাদিয়া হাটে পুলিশের অভিযান, অস্থায়ী দোকান উচ্ছেদ

প্রতিনিধি, ঢাকা
মেরাদিয়া হাটে পুলিশের অভিযান, অস্থায়ী দোকান উচ্ছেদ

দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাটে অভিযান চালিয়ে সব স্থায়ী দোকান উচ্ছেদ করেছে পুলিশ। রাত ৮টা থেকে খিলগাঁও থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। রাত ১২টা পর্যন্ত দোকানিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায় কাঁচাবাজার, মুরগি, মাছ ও মাংসের অস্থায়ী দোকানিরা তাঁদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কেউ কাঁধে করে, কেউ ভ্যানে করে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। 

রাতে দোকান সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা হ‌ুমায়ূন কবির বলেন, পুলিশ উঠে যেতে বলেছে। তাই মালপত্র সরিয়ে নিচ্ছি। আপাতত সরাই, যারা বাজার চালায় তাঁরা কিছু একটা ব্যবস্থা করবেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাংস বিক্রেতা বলেন, 'বারিডা সব সময় গরিবের মাথার ওপরেই পড়ে, বুঝলেন? দোকান বন্ধ কইরা বাসায় গেছিলাম। ফোন পাইয়া আইছি, দোকান ভাংতেছি। জায়গামতো পানি পড়লেই আগুন নিভা যাইবো। দু-এক দিন পরেই দেখবেন আবার চালু হয়ে গেছে।' 

ভ্যানে করে দোকানের মাছ সরিয়ে নিচ্ছে বিক্রেতারাজানতে চাইলে সাব ইন্সপেক্টর মো. রহমত জানান, রাত ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে আর হাট বসবে না। সাপ্তাহিক হাটও বন্ধ থাকবে। এ অভিযানে ইন্সপেক্টর (অপারেশন) আব্দুর রব বাহাদুর, হোন্ডা মোবাইলের এ এস আই এনায়েতসহ খিলগাঁও থানা-পুলিশের সদস্যরা অংশ নেন। 

প্রসঙ্গত, ব্রিটিশ আমল থেকে দক্ষিণ বনশ্রীতে অবস্থিত মেরাদিয়া হাট বসছে। পরে হাটের জায়গাটি সিটি করপোরেশন নিয়ে নিলে দেড় বছর ধরে রাস্তার দুই পাশে অস্থায়ী দোকান বসছে। এ এলাকার কয়েক হাজার লোক প্রতিদিন এই বাজারে কেনাকাটা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত