প্রতিনিধি, ঢাকা
দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাটে অভিযান চালিয়ে সব স্থায়ী দোকান উচ্ছেদ করেছে পুলিশ। রাত ৮টা থেকে খিলগাঁও থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। রাত ১২টা পর্যন্ত দোকানিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায় কাঁচাবাজার, মুরগি, মাছ ও মাংসের অস্থায়ী দোকানিরা তাঁদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কেউ কাঁধে করে, কেউ ভ্যানে করে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে।
রাতে দোকান সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা হুমায়ূন কবির বলেন, পুলিশ উঠে যেতে বলেছে। তাই মালপত্র সরিয়ে নিচ্ছি। আপাতত সরাই, যারা বাজার চালায় তাঁরা কিছু একটা ব্যবস্থা করবেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাংস বিক্রেতা বলেন, 'বারিডা সব সময় গরিবের মাথার ওপরেই পড়ে, বুঝলেন? দোকান বন্ধ কইরা বাসায় গেছিলাম। ফোন পাইয়া আইছি, দোকান ভাংতেছি। জায়গামতো পানি পড়লেই আগুন নিভা যাইবো। দু-এক দিন পরেই দেখবেন আবার চালু হয়ে গেছে।'
জানতে চাইলে সাব ইন্সপেক্টর মো. রহমত জানান, রাত ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে আর হাট বসবে না। সাপ্তাহিক হাটও বন্ধ থাকবে। এ অভিযানে ইন্সপেক্টর (অপারেশন) আব্দুর রব বাহাদুর, হোন্ডা মোবাইলের এ এস আই এনায়েতসহ খিলগাঁও থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রসঙ্গত, ব্রিটিশ আমল থেকে দক্ষিণ বনশ্রীতে অবস্থিত মেরাদিয়া হাট বসছে। পরে হাটের জায়গাটি সিটি করপোরেশন নিয়ে নিলে দেড় বছর ধরে রাস্তার দুই পাশে অস্থায়ী দোকান বসছে। এ এলাকার কয়েক হাজার লোক প্রতিদিন এই বাজারে কেনাকাটা করেন।
দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাটে অভিযান চালিয়ে সব স্থায়ী দোকান উচ্ছেদ করেছে পুলিশ। রাত ৮টা থেকে খিলগাঁও থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। রাত ১২টা পর্যন্ত দোকানিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায় কাঁচাবাজার, মুরগি, মাছ ও মাংসের অস্থায়ী দোকানিরা তাঁদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কেউ কাঁধে করে, কেউ ভ্যানে করে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে।
রাতে দোকান সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা হুমায়ূন কবির বলেন, পুলিশ উঠে যেতে বলেছে। তাই মালপত্র সরিয়ে নিচ্ছি। আপাতত সরাই, যারা বাজার চালায় তাঁরা কিছু একটা ব্যবস্থা করবেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাংস বিক্রেতা বলেন, 'বারিডা সব সময় গরিবের মাথার ওপরেই পড়ে, বুঝলেন? দোকান বন্ধ কইরা বাসায় গেছিলাম। ফোন পাইয়া আইছি, দোকান ভাংতেছি। জায়গামতো পানি পড়লেই আগুন নিভা যাইবো। দু-এক দিন পরেই দেখবেন আবার চালু হয়ে গেছে।'
জানতে চাইলে সাব ইন্সপেক্টর মো. রহমত জানান, রাত ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে আর হাট বসবে না। সাপ্তাহিক হাটও বন্ধ থাকবে। এ অভিযানে ইন্সপেক্টর (অপারেশন) আব্দুর রব বাহাদুর, হোন্ডা মোবাইলের এ এস আই এনায়েতসহ খিলগাঁও থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রসঙ্গত, ব্রিটিশ আমল থেকে দক্ষিণ বনশ্রীতে অবস্থিত মেরাদিয়া হাট বসছে। পরে হাটের জায়গাটি সিটি করপোরেশন নিয়ে নিলে দেড় বছর ধরে রাস্তার দুই পাশে অস্থায়ী দোকান বসছে। এ এলাকার কয়েক হাজার লোক প্রতিদিন এই বাজারে কেনাকাটা করেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
৩ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৯ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে