Ajker Patrika

গরু-মহিষ নিয়ে জামাই-শ্বশুরের দ্বন্দ্ব গড়াল হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২২, ২২: ১৩
গরু-মহিষ নিয়ে জামাই-শ্বশুরের দ্বন্দ্ব গড়াল হাইকোর্টে

বিদেশে যাওয়ার সময় পাঁচটি গরু ও আটটি মহিষ শ্বশুরের জিম্মায় রেখে যান লক্ষ্মীপুরের রামগতির আব্দুল ওদুদ। ১১ বছর পর ২০১৮ সালে তিনি দেশে এসে দেখেন গরু-মহিষের সংখ্যা বেড়ে যথাক্রমে সাত ও ২০ হয়েছে। পরবর্তীতে তিনটি মহিষ মারা যায়। 

শ্বশুরের কাছ থেকে সাতটি গরু ও ১৭টি মহিষ ফেরত চান জামাই। ফেরত দিতে অস্বীকার করলে জামাই-শ্বশুর বিরোধ শুরু হয়। কয়েক দফা সালিসেও সমাধান মেলেনি। জামাই আব্দুল ওদুদ আইনের আশ্রয় নেন। তিনি লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে শ্বশুর নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে গরু-মহিষ জামাইকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে হার না মানা শ্বশুর ম্যাজিস্ট্রেটের নির্দেশের বিরুদ্ধে লক্ষ্মীপুর দায়রা আদালতে যান। দায়রা আদালত স্থানীয় একজন কলেজ অধ্যক্ষের মাধ্যমে বিষয়টি ফের তদন্তের নির্দেশ দেন। সে তদন্তেও গরু-মহিষ জামাইয়ের বলে সত্যতা মেলে। আদেশ বহাল রাখেন দায়রা আদালত। 

দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে শ্বশুর এবার আসেন হাইকোর্টে। হাইকোর্ট বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে পাঠান। নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। 

দুই পক্ষের আইনজীবীদের পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন ও সমন্বয়কারী রিপন পৌল স্কু মধ্যস্থতায় অংশ নেন। পরে উভয় পক্ষের সম্মতিতে ১৭টি মহিষের মধ্যে নয়টি জামাই এবং আটটি শ্বশুরকে দেওয়া হয়। আর গরুর বিষয়টি তাঁরা নিজেরাই সমাধান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত