নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় চার নেতা হতকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। আজ বুধবার সকালে রাজধানীর চকবাজার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।
সোহেল তাজ বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে বন্দী করে রেখেছিল। সেই দূর্যোগময় মুহূর্তে আমাদের জাতীয় চার নেতা দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।
সোহেল তাজ বলেন, `১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর কেন্দ্রীয় কারাগারে ৩ নভেম্বর বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমরা চাই এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক। আমরা এটাও চাই, আমাদের ভবিষ্যৎ যে সোনার বাংলার স্বপ্নের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় চার নেতার জীবনী জাতীয়ভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।'
শুধু এই ৩ নভেম্বর নয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই-পুস্তকে যদি তাঁদের জীবনীগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতো। ভবিষ্যতে একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারব। সেই বিশ্বাস আমরা রাখি। ৩ নভেম্বর শোকাহত দিনে এটাই আমাদের চাওয়া, আমাদের তো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা চাই একটি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ।
সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী, জেল হত্যাকারীরা প্রায় একই মানুষ। একটা বিচার বিভাগীয় ব্যবস্থার প্রয়োজন। পাশাপাশি একটা স্বাধীন কমিশন গঠন করাও প্রয়োজন।
জাতীয় চার নেতা হতকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। আজ বুধবার সকালে রাজধানীর চকবাজার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।
সোহেল তাজ বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে বন্দী করে রেখেছিল। সেই দূর্যোগময় মুহূর্তে আমাদের জাতীয় চার নেতা দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।
সোহেল তাজ বলেন, `১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর কেন্দ্রীয় কারাগারে ৩ নভেম্বর বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমরা চাই এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক। আমরা এটাও চাই, আমাদের ভবিষ্যৎ যে সোনার বাংলার স্বপ্নের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় চার নেতার জীবনী জাতীয়ভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।'
শুধু এই ৩ নভেম্বর নয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই-পুস্তকে যদি তাঁদের জীবনীগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতো। ভবিষ্যতে একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারব। সেই বিশ্বাস আমরা রাখি। ৩ নভেম্বর শোকাহত দিনে এটাই আমাদের চাওয়া, আমাদের তো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা চাই একটি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ।
সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী, জেল হত্যাকারীরা প্রায় একই মানুষ। একটা বিচার বিভাগীয় ব্যবস্থার প্রয়োজন। পাশাপাশি একটা স্বাধীন কমিশন গঠন করাও প্রয়োজন।
মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির
১৭ মিনিট আগেলন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
২৬ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১ ঘণ্টা আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক-সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝরছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুততম সময়ে ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াইকাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন
১ ঘণ্টা আগে