Ajker Patrika

জেলহত্যা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি তাজউদ্দীনের পরিবারের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ১০
জেলহত্যা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি তাজউদ্দীনের পরিবারের 

জাতীয় চার নেতা হতকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। আজ বুধবার সকালে রাজধানীর চকবাজার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।  

সোহেল তাজ বলেন,  মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে বন্দী করে রেখেছিল। সেই দূর্যোগময় মুহূর্তে আমাদের জাতীয় চার নেতা দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।

সোহেল তাজ বলেন,  `১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর কেন্দ্রীয় কারাগারে ৩ নভেম্বর বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমরা চাই এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক। আমরা এটাও চাই, আমাদের ভবিষ্যৎ যে সোনার বাংলার স্বপ্নের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় চার নেতার জীবনী জাতীয়ভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।' 

শুধু এই ৩ নভেম্বর নয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই-পুস্তকে যদি তাঁদের জীবনীগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতো। ভবিষ্যতে একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারব। সেই বিশ্বাস আমরা রাখি। ৩ নভেম্বর শোকাহত দিনে এটাই আমাদের চাওয়া, আমাদের তো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা চাই একটি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ।

সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী, জেল হত্যাকারীরা প্রায় একই মানুষ। একটা বিচার বিভাগীয় ব্যবস্থার প্রয়োজন। পাশাপাশি একটা স্বাধীন কমিশন গঠন করাও প্রয়োজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত