টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন।
মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন।
মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে