ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের কাঠপট্টি এলাকার জুয়েল মিয়ার ভবনের তৃতীয় তলা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম—রিনা বেগম (৩৭)। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। আটক ব্যক্তি হলেন—দুলাল মিয়া। তিনি নিহতের মামাতো ভাই। তিনিও একজন হোটেলশ্রমিক।
হোটেলের কর্মচারী সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে রিনা বেগমের স্বামী মারা যায়। পরে ৫ বছর আগে দুই ছেলে নিয়ে ভৈরবে কাজের সন্ধানে যান। পরে দুলাল মিয়া তাঁর দুই ছেলেসহ রিনা বেগমের চাকরির ব্যবস্থা করে দেন। এরপর থেকে রিনা বেগম ও দুলাল এক সঙ্গে বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দেড় মাস আগে তারা শহরের কাঠ বাজার জামে মসজিদ রোড এলাকায় জুয়েল মিয়ার বিল্ডিংয়ে তৃতীয় তলায় একটি ইউনিট ভাড়া নেন। দুই রুমের ইউনিটে ২ ছেলে ও মামাতো ভাই দুলাল মিয়াকে নিয়ে বসবাস শুরু করেন রিনা বেগম। এর আগেও তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে বাসা ভাড়ায় থাকতেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুলাল মিয়ার মাধ্যমে স্থানীয়রা জানতে পারেন, বিল্ডিংয়ে রিনা বেগমের লাশ তাঁর শয়নকক্ষে পড়ে আছে। পরে এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দিলে তিনি পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ১২টায় খবর পাই বাসায় অঘটন ঘটেছে। পরে বাসায় এসে দেখি আমার মায়ের মরদেহ পড়ে আছে।’
রিয়াজ আরও বলেন, ‘আমরা একই বাসায় থাকতাম। আমার মা দুলাল মামার সাথে থাকতেন। তবে, আমরা জানি আমার মাকে দুলাল মিয়া বিয়ে করেছে।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। এ ঘটনায় দুলাল মিয়াকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এ ছাড়াও নিহত রিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের কাঠপট্টি এলাকার জুয়েল মিয়ার ভবনের তৃতীয় তলা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম—রিনা বেগম (৩৭)। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। আটক ব্যক্তি হলেন—দুলাল মিয়া। তিনি নিহতের মামাতো ভাই। তিনিও একজন হোটেলশ্রমিক।
হোটেলের কর্মচারী সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে রিনা বেগমের স্বামী মারা যায়। পরে ৫ বছর আগে দুই ছেলে নিয়ে ভৈরবে কাজের সন্ধানে যান। পরে দুলাল মিয়া তাঁর দুই ছেলেসহ রিনা বেগমের চাকরির ব্যবস্থা করে দেন। এরপর থেকে রিনা বেগম ও দুলাল এক সঙ্গে বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দেড় মাস আগে তারা শহরের কাঠ বাজার জামে মসজিদ রোড এলাকায় জুয়েল মিয়ার বিল্ডিংয়ে তৃতীয় তলায় একটি ইউনিট ভাড়া নেন। দুই রুমের ইউনিটে ২ ছেলে ও মামাতো ভাই দুলাল মিয়াকে নিয়ে বসবাস শুরু করেন রিনা বেগম। এর আগেও তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে বাসা ভাড়ায় থাকতেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুলাল মিয়ার মাধ্যমে স্থানীয়রা জানতে পারেন, বিল্ডিংয়ে রিনা বেগমের লাশ তাঁর শয়নকক্ষে পড়ে আছে। পরে এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দিলে তিনি পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ১২টায় খবর পাই বাসায় অঘটন ঘটেছে। পরে বাসায় এসে দেখি আমার মায়ের মরদেহ পড়ে আছে।’
রিয়াজ আরও বলেন, ‘আমরা একই বাসায় থাকতাম। আমার মা দুলাল মামার সাথে থাকতেন। তবে, আমরা জানি আমার মাকে দুলাল মিয়া বিয়ে করেছে।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। এ ঘটনায় দুলাল মিয়াকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এ ছাড়াও নিহত রিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১৮ মিনিট আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৩২ মিনিট আগেখুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ এবং দফায় দফায় সময় বাড়ানো হয়েছে আটবার। কিন্তু এর নির্মাণকাজ গত ৯ বছরেও শেষ হয়নি। কাজ চলছে ধীরগতিতে। মাটি ভরাট বাকি থাকাসহ কিছু ভবন অসম্পূর্ণ রয়েছে। ফলে গত মে এবং পরে জুলাই মাসে সময় নির্ধারণ করা হলেও গণপূর্ত বিভাগ কারাগারটি...
৩৮ মিনিট আগেরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাসের জন্য যে ২০৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে, তার এক কোণে একটি খামার ছিল হাফিজুলের। সেটি অধিগ্রহণ করা হয়েছে। তবে এই হাফিজুলই এখন ক্যাম্পাসের হর্তাকর্তা। আজকের পত্রিকার হাতে আসা ভিডিও অনুযায়ী, তাঁর নির্দেশেই ক্যাম্পাস থেকে কাটা হয়েছে সহস্রাধিক গাছ।
১ ঘণ্টা আগে