নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাবনার সাঁথিয়া উপজেলার কাঁচাবাজার এলাকায় বাবা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণ। তবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাঁর ১৮ বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে দড়ি টাঙ্গিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তাঁরা অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছেন না এবং দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁস দেওয়ার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি।
৯৯৯ কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সংবাদ পেয়ে সাঁথিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আত্মহত্যা চেষ্টাকারী তরুণকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে তিনি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন।
পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ৯৯৯ থেকে যোগাযোগ করা হলে কলার জানান, তিনি নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর ছেলেটি প্রচুর টাকা-পয়সা অপচয় করেন এবং লেখাপড়া ছেড়ে দিয়েছেন। এসব বিষয়ে বকাঝকা এবং টাকা বন্ধ করে দেওয়ায় রাগ করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
পাবনার সাঁথিয়া উপজেলার কাঁচাবাজার এলাকায় বাবা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণ। তবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাঁর ১৮ বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে দড়ি টাঙ্গিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তাঁরা অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছেন না এবং দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁস দেওয়ার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি।
৯৯৯ কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সংবাদ পেয়ে সাঁথিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আত্মহত্যা চেষ্টাকারী তরুণকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে তিনি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন।
পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ৯৯৯ থেকে যোগাযোগ করা হলে কলার জানান, তিনি নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর ছেলেটি প্রচুর টাকা-পয়সা অপচয় করেন এবং লেখাপড়া ছেড়ে দিয়েছেন। এসব বিষয়ে বকাঝকা এবং টাকা বন্ধ করে দেওয়ায় রাগ করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৮ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে