Ajker Patrika

হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল 

আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
হাইকোর্ট বিভাগ ঢেলে সাজানো প্রয়োজন মনে করেন কি না–এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশ্যই মনে করি। যে কারণে জনরোষ তৈরি হয়েছে। হাইকোর্ট বিভাগে কেন হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। ছাত্রদের দাবির মুখে সুপ্রিম কোর্টে সংস্কারের একটি উদ্যোগ সরকার গ্রহণ করেছে। এরইমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশাকরি প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটি উন্মুক্ত করে দিবেন। 

অনেক ডেপুটি, সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো আছে, এক্ষেত্রে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধান করব।’ বিচারাঙ্গনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো সব অনিয়মের বিরুদ্ধে। অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশাকরি এই সরকার সেই আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। 

আপিল বিভাগের ধারাবাহিকতায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা পদত্যাগ করবেন কি না–এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সেটা তাদের (বিচারপতি) বিষয়। আমি আইন কর্মকর্তা হিসেবে কারও পদত্যাগ দাবি করতে পারি না। তবে কেউ চলে গেলে সংকট তৈরি হবে না। 

কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সংস্কার প্রয়োজন। এটা চাকরি হিসেবে না দেখে প্রফেশন হিসেবে দেখা উচিৎ। বিচারকদের মনে রাখতে হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের পুনর্জন্ম হয়েছে। তাদেরকে মনে রাখতে হবে, এখানে এসেছি অতীত ভুলে যেতে হবে। অতীতে যার যে রাজনৈতিক পরিচয়ই থাকনা কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। মামলা নিষ্পত্তি কীভাবে বাড়ানো যায় সেটা দেখতে হবে। তাহলে জনগণের আস্থা ফিরে আসবে। 

যেভাবে বছরের পর বছর মামলা চলে সেটা উচিত না। এর অবস্থার পরিবর্তন হওয়া দরকার। 
বিচারিক আদালতে আগে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে–এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই সরকার সেই জায়গাগুলোয় নজর দেবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট দ্বারা পরিচালিত হবেন, এটা তার শত্রুও বিশ্বাস করবে না। কেউ করলে জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত