Ajker Patrika

মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে কাভার্ড ভ্যান নিচে পড়ে ৪ জন আহত

প্রতিনিধি
মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে কাভার্ড ভ্যান নিচে পড়ে ৪ জন আহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের রেলিং ভেঙে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওষুধ কোম্পানির ওই গাড়িটিতে থাকা সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সি (৩০), পথচারী মামুন (৩২) এ ঘটনায় আহত হয়েছে। এদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা গুরুতর আহত অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান আজকের পত্রিকাকে জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি যাত্রীসহ সেতুতে উঠলে, ওভার স্পিডে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে চাপা দিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এ ঘটনায় ওই গাড়িতে থাকা ওই ওষুধ কোম্পানির সুপারভাইজার, চালক, হেলপার ও পথচারী সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত