Ajker Patrika

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রতিদিন বিক্ষোভের ঘোষণা

ঢাবি প্রতিনিধি
চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রতিদিন বিক্ষোভের ঘোষণা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক শরিফুল হাসান শুভ এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শুভ বলেন, ‘দীর্ঘদিন আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে ৩৫ ও তাঁর বেশি বয়সে চাকরি পেলেও আমাদের দেশে সেটি সম্ভব হচ্ছে না। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়। সেগুলো হলো—আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশ; বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলাগুলোতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার নির্দেশনা ও জেলা উপজেলায় শিক্ষার্থী সংযোগ করতে হবে। শিক্ষার্থী সংযোগ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এদিকে সর্বশেষ আজ সন্ধ্যা ৭টায় মুখে কালো কাপড় বেঁধে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত