ফরিদপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সহিংসতার ঘটনায় ফরিদপুরসহ সারা দেশে আটক এইচএসসি পরীক্ষার্থী ও সব শিক্ষার্থীকে মুক্তি না দেওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ফরিদপুরের পরীক্ষার্থীরা। এ বিষয়ে পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়েছেন চারটি কলেজের শিক্ষার্থীরা।
কলেজ চারটি হলো—ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ও ফরিদপুর সিটি কলেজ। এই চার প্রতিষ্ঠানের লোগো সংবলিত প্যাডে লিখিতভাবে বিবৃতি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যত দিন পর্যন্ত অন্যায়ভাবে সব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি না দেওয়া হয়, তত দিন পর্যন্ত কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
এদিকে সহিংসতার ঘটনায় ফরিদপুরে চারটি মামলার এজাহার তথ্যে জানা যায়, ৬৮ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ২১ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এর মধ্যে সদরপুর থানায় একটি মামলায় এজাহারভুক্ত ১৭ জন আসামির মধ্যে ১৪ জন শিক্ষার্থী রয়েছে। তারা সদরপুর সরকারি কলেজের শিক্ষার্থী।
ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলায় এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন। তাঁরা হলেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শাহ মো. আরাফাত (২৪) ও জনি বিশ্বাস (২০)। দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
অপর দিকে ভাঙ্গা থানায় একটি মামলায় এজাহারভুক্ত ৪৮ জন আসামির মধ্যে পাঁচ শিক্ষার্থীরা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভাঙ্গা কাজী মাহাবুবুল্লাহ সরকারি কলেজের আকরাম মাতুব্বর (২০), মেহেদী মাতুব্বর (২০) ও মো. মুরসালিন (১৮) এবং নগরকান্দা সরকারি কলেজের সাব্বির (২২) ও শাওন (১৮)। তাঁরা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ‘ছাত্রদের আসামি না করার বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার আগেই মামলাগুলো হয়েছে। এ বিষয়ে ওপরের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সহিংসতার ঘটনায় ফরিদপুরসহ সারা দেশে আটক এইচএসসি পরীক্ষার্থী ও সব শিক্ষার্থীকে মুক্তি না দেওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ফরিদপুরের পরীক্ষার্থীরা। এ বিষয়ে পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়েছেন চারটি কলেজের শিক্ষার্থীরা।
কলেজ চারটি হলো—ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ও ফরিদপুর সিটি কলেজ। এই চার প্রতিষ্ঠানের লোগো সংবলিত প্যাডে লিখিতভাবে বিবৃতি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যত দিন পর্যন্ত অন্যায়ভাবে সব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি না দেওয়া হয়, তত দিন পর্যন্ত কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
এদিকে সহিংসতার ঘটনায় ফরিদপুরে চারটি মামলার এজাহার তথ্যে জানা যায়, ৬৮ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ২১ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এর মধ্যে সদরপুর থানায় একটি মামলায় এজাহারভুক্ত ১৭ জন আসামির মধ্যে ১৪ জন শিক্ষার্থী রয়েছে। তারা সদরপুর সরকারি কলেজের শিক্ষার্থী।
ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলায় এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন। তাঁরা হলেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শাহ মো. আরাফাত (২৪) ও জনি বিশ্বাস (২০)। দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
অপর দিকে ভাঙ্গা থানায় একটি মামলায় এজাহারভুক্ত ৪৮ জন আসামির মধ্যে পাঁচ শিক্ষার্থীরা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভাঙ্গা কাজী মাহাবুবুল্লাহ সরকারি কলেজের আকরাম মাতুব্বর (২০), মেহেদী মাতুব্বর (২০) ও মো. মুরসালিন (১৮) এবং নগরকান্দা সরকারি কলেজের সাব্বির (২২) ও শাওন (১৮)। তাঁরা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ‘ছাত্রদের আসামি না করার বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার আগেই মামলাগুলো হয়েছে। এ বিষয়ে ওপরের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৫ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১০ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৪ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২০ মিনিট আগে