Ajker Patrika

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: জিসিসির সাবেক মেয়র জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি
সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

নিজের প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করে নিজেরা মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ বরাদ্দ দেন। এভাবে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে জাহাঙ্গীরের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশনের প্রায় ৫৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ ও কমিশন বাণিজ্যের অভিযোগে দুদক অনুসন্ধানে নামে। সে সময় তাঁর নিজের এবং তাঁর পরিবারের নামে থাকা অন্তত ৩২টি ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জব্দ করা হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তির অভিযোগে ২০২১ সালের নভেম্বর মাসে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে অব্যাহতি শেষে আবারও সক্রিয় হতে চাইলেও দলীয় মনোনয়ন পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত