Ajker Patrika

রাজধানীর গুলিস্তানে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

ঢামেক প্রতিনিধি
রাজধানীর গুলিস্তানে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীর গুলিস্তান এলাকায় যাত্রীবাহী বাসচাপায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গুলিস্তান হলমার্কেট সংলগ্ন রাস্তায় এবং আজ শনিবার সকাল ৭টার দিকে গুলিস্তান মোড়ে এই দুর্ঘটনা দুটি ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন—জাহাঙ্গীর মাতবর (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

মৃত জাহাঙ্গীরের ভাগনে অহিদুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামে। তাঁর বাবার নাম ইফাজ উদ্দিন। জাহাঙ্গীর গ্রামেই কৃষিকাজ করতেন। গতকাল গ্রাম থেকে ঢাকায় আসেন জাহাঙ্গীর। 

অহিদুল জানান, গতকাল তাঁর মামা জাহাঙ্গীর, শ্যালক শাকিল ও আরেক আত্মীয় ঢাকায় তাঁর বাসায় আসেন। আজ সকালে তাঁরা চারজন ফকিরাপুল যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে গুলিস্তান যান। সেখানে তাঁরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস জাহাঙ্গীরকে চাপা দেয়। 

অহিদুল বলেন, ‘আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম, তখন দুটি বাস একে অপরকে ওভারটেক করছিল।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ 

এদিকে পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, গুলিস্তান পার্টি অফিসের পূর্ব পাশের রাস্তায় মঞ্জিল পরিবহনের একটি বাস পথচারী জাহাঙ্গীরকে চাপা দেয়। চাপা দিয়ে বাসটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। 

অজ্ঞাত যুবকের বিষয়ে পথচারী রবিউল জানান, গুলিস্তান হলমার্কেটের সামনের রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় ওই যুবক আহত হয়। পরে তাকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ওই অজ্ঞাত যুবক গুলিস্তান এলাকায় টোকাইয়ের মতো ঘোরাফেরা করত। এলাকার কেউ তার নাম ঠিকানা জানে না। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত