Ajker Patrika

রাজৈরে বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২২, ১০: ২৫
রাজৈরে বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ছয়জন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আমির শেখ (৩৫), শান্ত তপাদার (২৩) ও নূর নবী (২৮)।

জানা গেছে, নিহত আমির শেখ রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে। শান্ত তপাদার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে। নূর নবী তেলিকান্দি গ্রামের শাহাজাদা মাতুব্বরের ছেলে। 

পুলিশ জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টোদিকের খাদে পড়ে যায়। এতে আহত হন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা-পুলিশ কাজ করছে। এদিকে ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত