নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া অবরোধ করে বিক্ষোভ করেছেন ফতুল্লার ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা। মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সড়ক আটকে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে নারায়ণগঞ্জ শহরে ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর আলোচনার আশ্বাসে অবরোধ থেকে সরে আসেন শ্রমিকেরা।
ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের কর্মী মিঠু বলেন, কয়েক দিন আগে কারখানায় আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পর মালিকপক্ষ শ্রমিকদের নামে মামলা দেয়। পুলিশ শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। অনেক শ্রমিককে ছাঁটাই করেছে। মামলা প্রত্যাহারের দাবি জানালে গতকাল রোববার কারখানা লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। দুই শতাধিক শ্রমিক গত মাসের বেতন এখনো পাননি। ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়েছে। মাস্তান দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। নতুন করে কারখানা বন্ধ করায় শ্রমিকেরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় মালিক ফতুল্লা থানায় একটি মামলা করেন। ওই মামলা প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকেরা আজ সড়ক অবরোধ করেন। আলোচনার আশ্বাস দিলে বেলা ২টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।
নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। তারই অংশ হিসেবে আজকের এই অবরোধ। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া অবরোধ করে বিক্ষোভ করেছেন ফতুল্লার ইউরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা। মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সড়ক আটকে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে নারায়ণগঞ্জ শহরে ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর আলোচনার আশ্বাসে অবরোধ থেকে সরে আসেন শ্রমিকেরা।
ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের কর্মী মিঠু বলেন, কয়েক দিন আগে কারখানায় আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পর মালিকপক্ষ শ্রমিকদের নামে মামলা দেয়। পুলিশ শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। অনেক শ্রমিককে ছাঁটাই করেছে। মামলা প্রত্যাহারের দাবি জানালে গতকাল রোববার কারখানা লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। দুই শতাধিক শ্রমিক গত মাসের বেতন এখনো পাননি। ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়েছে। মাস্তান দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। নতুন করে কারখানা বন্ধ করায় শ্রমিকেরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় মালিক ফতুল্লা থানায় একটি মামলা করেন। ওই মামলা প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকেরা আজ সড়ক অবরোধ করেন। আলোচনার আশ্বাস দিলে বেলা ২টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।
নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। তারই অংশ হিসেবে আজকের এই অবরোধ। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে