Ajker Patrika

গুলশানের এসি বিস্ফোরণে দগ্ধ ২ 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২: ৩৯
গুলশানের এসি বিস্ফোরণে দগ্ধ ২ 

রাজধানীর গুলশানে একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির একটি বাসায় এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা খুবই শঙ্কটাপন্ন। তবে মিজানুরের শরীর সামান্য দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় গিয়ে আগুন নেভায়। পরে বাসা থেকে দুই যুবককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভোর ৬টা ৫৩ মিনিটে আগুন নেভানো হয়। 

রাশেদ বিন খালিদ আরও জানান, বাসাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসির বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। 

গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত