ঢামেক প্রতিবেদক
ঢাকার ধামরাই উপজেলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধামরাই মোকামটোলা এলাকায় ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—নুরুল ইসলাম নান্নু মিয়া (৫৫), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০), মেয়ে নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে হাদী সোহাগ (১৮)।
দগ্ধ সুফিয়া বেগমের ভাই মো. আলী জানান, রাত ৩টার দিকে সাহরির জন্য রান্না করতে যান সুফিয়া বেগম। রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে তাঁরা চারজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন স্বজনেরা।
নুরুল ইসলাম নান্নু মিয়া ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন। তাঁর স্ত্রী সুফিয়া বেগম গৃহিণী। মেয়ে নিশরাত জাহান সাথী (২২) গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও ছেলে আল হাদী সোহাগ সাভার মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
তিনি আরও বলেন, তাঁদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। আবার পুরোনো গ্যাসলাইনও ছিল। সেটা অবৈধ থাকায় বেশ কিছু দিন আগে তিতাস কোম্পানি লাইন কেটে দিয়ে যায়। সেখান থেকে গ্যাস লিকেজ হয়েছে, নাকি সিলিন্ডার থেকে হয়েছে তা নিশ্চিত করে পারছেন না।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, ধামরাই থেকে গ্যাসের আগুনে চারজন দগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে নুরুল ইসলাম নান্নুর শরীরের ৪৮ শতাংশ, সুফিয়া বেগমের ৮০ শতাংশ, নিশরাত জাহান সাথীর ১৬ শতাংশ ও আল হাদী সোহাগের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকার ধামরাই উপজেলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধামরাই মোকামটোলা এলাকায় ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—নুরুল ইসলাম নান্নু মিয়া (৫৫), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০), মেয়ে নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে হাদী সোহাগ (১৮)।
দগ্ধ সুফিয়া বেগমের ভাই মো. আলী জানান, রাত ৩টার দিকে সাহরির জন্য রান্না করতে যান সুফিয়া বেগম। রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে তাঁরা চারজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন স্বজনেরা।
নুরুল ইসলাম নান্নু মিয়া ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন। তাঁর স্ত্রী সুফিয়া বেগম গৃহিণী। মেয়ে নিশরাত জাহান সাথী (২২) গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও ছেলে আল হাদী সোহাগ সাভার মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
তিনি আরও বলেন, তাঁদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। আবার পুরোনো গ্যাসলাইনও ছিল। সেটা অবৈধ থাকায় বেশ কিছু দিন আগে তিতাস কোম্পানি লাইন কেটে দিয়ে যায়। সেখান থেকে গ্যাস লিকেজ হয়েছে, নাকি সিলিন্ডার থেকে হয়েছে তা নিশ্চিত করে পারছেন না।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, ধামরাই থেকে গ্যাসের আগুনে চারজন দগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে নুরুল ইসলাম নান্নুর শরীরের ৪৮ শতাংশ, সুফিয়া বেগমের ৮০ শতাংশ, নিশরাত জাহান সাথীর ১৬ শতাংশ ও আল হাদী সোহাগের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে