Ajker Patrika

ঘরে চাউল নাই, তাই অটো নিয়ে বাইর হইছি 

প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২১, ১০: ৫১
ঘরে চাউল নাই, তাই অটো নিয়ে বাইর হইছি 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ): আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে দেখা গেল এর ভিন্ন চিত্র। প্রতিদিনের মতো আজও এই সড়কে চাপ ছিল যাত্রী, চালক ও পথচারীদের।

আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, বিভাটেকসহ অন্য সব যানবাহন। মহাসড়কে ট্রলিতে করে চার–পাঁচজন যুবককে দেখা গেল যাত্রী হয়ে গন্তব্যের দিকে ছুটে যেতে। যানবাহনে যাত্রীর চাপও কম ছিল না।

এ ছাড়া বাসস্ট্যান্ডে অনেককেই অকারণে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সবজি ও কাঁচামালের দোকানে লোকজনের ভিড় লেগে ছিল চোখে পড়ার মতো। তাঁদের মধ্যে অনেকের মুখেই ছিল না মাস্ক। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রচেষ্টা দেখা যায়নি তাঁদের মধ্যে।

মাস্ক পরিধান না করা ও কঠোর লকডাউনে ব্যাটারিচালিত অটোরিকশা কেন চালাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে চালক আদনান বলেন, `ঘরে চাউল নাই। বাধ্য হয়ে অটো নিয়ে বাইর হইছি। মাস্ক পরলে দম বন্ধ হয়ে যায়। মাস্ক খুলে হাতে রেখেছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত