Ajker Patrika

মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় কোটি টাকার বেচাকেনা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৫: ২৯
মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় কোটি টাকার বেচাকেনা

মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টায় কোটি টাকার ইলিশ বেচাকেনা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইলিশমেলা।

মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার মাছের আড়ত, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ত, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনাবেচা ও বাজারজাত বন্ধ থাকবে, তাই এই ইলিশমেলা করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই শহরের পুরানবাজার মাছের আড়তে ইলিশ মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন মাছ ব্যবসায়ীরা। ক্রেতারাও আসতে শুরু করেন ছোট-বড় আকারের ইলিশ কিনতে। পুরুষের পাশাপাশি নারীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এক কেজি আকারের ইলিশের দাম ছিল ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, এক কেজির চেয়ে ছোট ইলিশের দাম ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এক কেজির চেয়ে বড় আকারের ইলিশের দাম ছিল ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

মাছ কিনতে আসা দেলোয়ার হোসেন বলেন, ‘গতবারের চেয়ে এবার ইলিশ মেলায় মাছের দাম বেশি। তবু পাঁচ কেজি কিনেছি। আমার ছেলে ইলিশ মাছ অনেক পছন্দ করে, তাই কিনলাম।’

পুরান বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী সুজন বর্মণ বলেন, ‘আমার মজুতে যে ইলিশ ছিল, সব বিক্রি করে দিয়েছি। কারণ আগামী ২২ দিন ইলিশ মাছ কেনাবেচা করা যাবে না।’

মাদারীপুরে রাতের ইলিশ মেলামাদারীপুরের পুরান বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, ‘প্রতিবছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। এবারও তা-ই হয়েছে। বিক্রিও খুব ভালো হয়েছে।’

এ বিষয়ে মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারা দেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এসব করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত