Ajker Patrika

ইরাবের দায়িত্বে অভিজিৎ ভট্টাচার্য-আকতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১: ৩৫
ইরাবের দায়িত্বে অভিজিৎ ভট্টাচার্য-আকতারুজ্জামান

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্যকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছ।

রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। এ সময় ইরাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রাকিব উদ্দিন (সংবাদ), যুগ্ম সম্পাদক মুরাদ মজুমদার (দৈনিক শিক্ষা), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক সৈয়দ এলতেফাত হোসাইন (বাংলাদেশ সংবাদ সংস্থা), দপ্তর সম্পাদক মুছা মল্লিক (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল শর্মা (আজকের পত্রিকা), আন্তর্জাতিক সম্পাদক মুরাদ হুসাইন (ফ্রিল্যান্স জার্নালিস্ট), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রুম্মান তূর্য (দৈনিক শিক্ষা), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক প্রিন্স (আমাদের বার্তা)। 

কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের প্রধান প্রতিবেদক আজিজুল পারভেজ, বাহান্ন নিউজের সম্পাদক বিভাষ বাড়ৈ ও সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুল হাই তুহিন। 

বার্ষিক সাধারণ সভায় জিটিভির বিশেষ প্রতিবেদক গাউসুল আজম বিপু, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দৈনিক শিক্ষার নিজস্ব প্রতিবেদক মিথিলা মুক্তা, আমাদের বার্তা নিজস্ব প্রতিবেদক সাবিহা সুমি ও দিনের শেষের নিজস্ব প্রতিবেদক রকি আহমেদকে ইরাবের সদস্যপদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত