Ajker Patrika

‘ফেসবুক যোদ্ধা না হয়ে রাজপথে আসুন’, জবির ছাত্রী হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাইকিং

জবি সংবাদদাতা 
আপডেট : ১০ জুলাই ২০২৪, ২১: ৫৭
‘ফেসবুক যোদ্ধা না হয়ে রাজপথে আসুন’, জবির ছাত্রী হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাইকিং

চলমান কোটা সংস্কার আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সামনে গিয়ে মাইকিং করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকে নারী শিক্ষার্থীদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। 

আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। তাঁরা সামনের দিনগুলোতে ছাত্রীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য মাইকিং করে আহ্বান জানান। 

মাইকে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, `আপনারা কেউ কেউ ফেসবুকে অনেক বড় বড় কথা লেখেন কিন্তু রাজপথে কাউকে পাওয়া যায় না। আমরা আশা করব, আপনারা ফেসবুক যোদ্ধা না হয়ে রাজপথ যোদ্ধা হবেন। আগামী দিনে রাজপথে নেমে আসবেন।' 

এরপরই কয়েকজন শিক্ষার্থী হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশ করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারব না। আমি জেনে পরে জানাতে পারব।’ 

হলটির এক আবাসিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, আন্দোলন যাওয়া না যাওয়া একজনের ব্যক্তিগত বিষয়। কাউকে জোর করে তো আন্দোলন নিয়ে যাওয়া যায় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত