আজকের পত্রিকা ডেস্ক
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সারা দেশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সকাল ১০টার পর শাহবাগে অবস্থান নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
এর আগে কয়েকদিন ধরে ক্লাস বর্জন, ছাত্র-ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা। দাবি না মানায় আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অনতিবিলম্বে ১০ গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠান দেড় নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট গঠন, প্রস্তাবিত এলাইড হেলথ প্রভিশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. সাকিব মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
মানিকগঞ্জ থেকে আসা শিক্ষার্থী জহিরুল ইসলাম নিবিড় বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমি ৮ মাস যাবৎ ইন্টার্ন করছি, কোনো ভাতা পাচ্ছি না। বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হয়। জীবন চলার জন্যও তো ভাতার দরকার হয়।’
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সারা দেশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সকাল ১০টার পর শাহবাগে অবস্থান নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
এর আগে কয়েকদিন ধরে ক্লাস বর্জন, ছাত্র-ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা। দাবি না মানায় আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অনতিবিলম্বে ১০ গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠান দেড় নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট গঠন, প্রস্তাবিত এলাইড হেলথ প্রভিশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. সাকিব মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
মানিকগঞ্জ থেকে আসা শিক্ষার্থী জহিরুল ইসলাম নিবিড় বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমি ৮ মাস যাবৎ ইন্টার্ন করছি, কোনো ভাতা পাচ্ছি না। বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হয়। জীবন চলার জন্যও তো ভাতার দরকার হয়।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ক্লাস নিয়েছেন কয়েক বছর। তবে এরপর হঠাৎ অনুপস্থিত। পরে জানা গেছে, বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। এমন শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি চাকরি না ছেড়ে এভাবে বিদেশে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ৪৮ জনকে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
২ ঘণ্টা আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
২ ঘণ্টা আগেটেকনাফে অপহরণের শিকার মো. হাসিমকে (২৮) ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা নুর হোসেন। তাঁর দাবি, দুর্বৃত্তদের কথামতো জাদিমুরা গহিন পাহাড়ের একটি স্থানে ৪ লাখ টাকা রেখে আসার পর হাসিমকে ছেড়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে