Ajker Patrika

৫ আগস্টের পর গাজীপুরের বাড়িতে আসেন সুব্রত বাইন

নাঈমুল হাসান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৫, ২১: ২০
গত ৫ আগস্টের পর গাজীপুরের বাড়ি আসেন সুব্রত বাইন। ছবি: আজকের পত্রিকা
গত ৫ আগস্টের পর গাজীপুরের বাড়ি আসেন সুব্রত বাইন। ছবি: আজকের পত্রিকা

কয়েক বছর আগে ভারতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন শীর্ষ সন্ত্রাসী ত্রিমাতি সুব্রত বাইন। তবে ২০২২ সালের মার্চ মাসে ভারতের কারাগার থেকে পালিয়ে যান তিনি। তারপর থেকে কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর।

‎তবে গত ৫ আগস্টের পর বাংলাদেশে আসেন সুব্রত বাইন। গাজীপুরের পুবাইলের হারবাইদ নন্দী বাড়ী গ্রামে বৃদ্ধ বাবা, তিন বোন ও তাঁর ছেলে রিপন বাইনের সঙ্গে দেখা করেন। এলাকায় মায়ের সমাধিও দেখতে যান সুব্রত।

‎ভারতের কারাগারে থাকাকালে তিনি মা, বাবা ও বোনদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তারপর কয়েক বছর আর যোগাযোগ করেননি। এরই মধ্যে প্রায় দুই বছর আগে সুব্রত বাইনের মা কুমুলিনি বাইন মারা যান।

‎আজকের পত্রিকার প্রতিবেদককে এমনি তথ্য জানান সুব্রত বাইনের বাবা বিপুল বাইন। তিনি বলেন, ‘প্রায় দুই যুগ পর সুব্রত চলতি বছর দেশে ফিরে আমার সঙ্গে দেখা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার খবর পেয়ে সটকে পড়ে।’

এদিকে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছে তাঁর পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিন সন্ধ্যায় পুবাইলের হারবাইদ নন্দী বাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, সুব্রত বাইনের পরিবারের সদস্যরা বাড়িতেই অবস্থান করছেন। সুব্রত বাইনের বাড়ির পাশেই থাকেন তাঁর দুই বোন মেরি, চেরি, আর ছোট বোন পরী থাকেন তাঁর স্বামীর বাড়ি ঢাকার মিরপুরে।

ছোট বোন মেরি আজকের পত্রিকাকে বলেন, ‘গত এপ্রিল মাসে সুব্রত এসেছিল। আজ তার গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছি। আমরা কারাগারে আমার ভাইকে দেখতে যাব।’

‎অপরদিকে একাধিক প্রতিবেশী জানান, গত আগস্ট মাসের পর বেশ কয়েকবার সুব্রত তাঁর বাবার সঙ্গে দেখা করতে এসেছিলে। তিনি গভীর রাতে আসতেন। তাঁর ফিরে আসায় প্রতিবেশীরা ভীত ছিলেন। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের নিয়ে একটি চক্র তৈরি করতে চেয়েছিলেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি শুনে স্বস্তি প্রকাশ করেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘সুব্রত বাইনের বাড়িতে আসার কোনো খবর আমাদের কাছে নেই। বিএনপি নেতাদের নিয়ে কোনো চক্র গঠন করার বিষয়টি আমাদের জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত