Ajker Patrika

কারাগারে গরম সেমাইয়ে দগ্ধ বন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারাগারে গরম সেমাইয়ে দগ্ধ বন্দীর মৃত্যু

চট্টগ্রাম কারাগারে বিজয় দিবস উপলক্ষে সেমাই রান্না করতে গিয়ে দগ্ধ সাজাপ্রাপ্ত কারাবন্দী জাহাঙ্গীর আলম (২৫) মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, ‘বন্দীর শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। গত ১৮ ডিসেম্বর দগ্ধ জাহাঙ্গীর আলমকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেদিনই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।’ 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রোকনুজ্জামান বলেন, ‘ওই বন্দী কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কারাগারের ভেতরে বন্দীদের জন্য রান্না করছিলেন। এ সময় জাহাঙ্গীরের শরীরে গরম সেমাই পড়ে দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’ 

কারারক্ষী আরও বলেন, ‘জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায়। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হবে। তাঁর আত্মীয়স্বজন ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত