Ajker Patrika

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার 

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁ এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফাতেমা বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

নিহত ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান, তার মা গতকাল শনিবার বিকেলে ছোট মেয়ের জামাই নান্টু মিয়ার সঙ্গে মদনপুরে কিস্তিতে টাকা তুলতে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও ফাতেমার কোনো সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। 

পুলিশ জানিয়েছে, রোববার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের পাশে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তখন তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। পরে জানাজানি হলে মৃত ফাতেমার স্বজন এসে লাশ শনাক্ত করে।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত