নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. ইদ্রিস আলী মিয়া (৬৭)। তিনি চেয়েছিলেন তাঁর জমানো টাকা দিয়ে ‘হালাল ব্যবসা’ করতে। পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি একটি কোম্পানির অংশীদারের প্রলোভনে পড়ে খোয়ান জীবনের শেষ সম্বল ৭২ লাখ টাকা।
চাকরি দেওয়ার নামে ও ব্যবসায় অংশীদারত্ব দেওয়ার নামে অভিনব কায়দায় একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে একটি চক্র হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। এ চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতরা হলেন—জহিরুল ইসলাম বিপু (৪২), গোলাম মাওলা (৪৫) ও এবায়েদ উল্ল্যা (৪২)। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখা।
আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘রাজধানীসহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে চিকিৎসা ভাতা, ট্রান্সপোর্ট সুবিধাসহ আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়া হবে এবং ব্যাংক সরকারি প্রতিষ্ঠান সদ্য অবসরপ্রাপ্ত পুরুষ-নারীদের আবেদনযোগ্য জনপ্রিয় দৈনিক পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। বড় শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বহুতল ভবনের স্বল্প সময়ের জন্য অফিস ভাড়া নিয়ে চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করত। এরপর সাক্ষাৎকারের পর চাকরিপ্রার্থীদের উচ্চ বেতনে শর্ত সাপেক্ষে নিয়োগ দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর কিছুদিন অতিবাহিত হলে তাদের ওই কোম্পানির অংশীদার করার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ভাড়া করা অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায়।’
মুক্তা ধর বলেন, ‘প্রথমে এই চক্রটি পদ্মা ট্রেডিং করপোরেশন নামে প্রতিষ্ঠানগুলো প্রচারণা শুরু করে। পরে প্রতিষ্ঠান সাফল্যের পর ওই নাম ও অফিসের স্থান পরিবর্তন করে এনটিসি নামে আরও একটি প্রতিষ্ঠান খুলে তাদের প্রতারণার কার্যক্রম অব্যাহত রাখে। চক্রটির দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাদের প্রতারণার নেটওয়ার্ক। নেটওয়ার্কের সদস্যদের দিয়ে তাঁরা বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছে চাকরির লোভনীয় বিজ্ঞাপনটি দেখিয়ে তাদের সুসজ্জিত অফিসে ডেকে নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে।’
সিআইডির বিশেষ পুলিশ সুপার আরও বলেন, ‘এরপর প্রতারক চক্রটি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের সদ্য অবসরপ্রাপ্ত পুরুষ ও নারীদের টার্গেটে পরিণত করে। ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে খুব বেশি চাপাচাপি করলে তাদের টাকা ফেরতের মিথ্যা আশ্বাস হিসেবে চেক দিত। তবে অপর্যাপ্ত ব্যালেন্স চেক ডিজঅনার হওয়ার পর ভুক্তভোগীদের সকল ধরনের যোগাযোগ বন্ধ করে লাপাত্তা হয়ে যায় চক্রটি।’
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, ‘একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার অভিযোগের ভিত্তিতে এই চক্রকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তাঁর জমানো টাকা হালাল ব্যবসার জন্য বিনিয়োগ করেন ৭২ লাখ টাকা।’
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. ইদ্রিস আলী মিয়া (৬৭)। তিনি চেয়েছিলেন তাঁর জমানো টাকা দিয়ে ‘হালাল ব্যবসা’ করতে। পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি একটি কোম্পানির অংশীদারের প্রলোভনে পড়ে খোয়ান জীবনের শেষ সম্বল ৭২ লাখ টাকা।
চাকরি দেওয়ার নামে ও ব্যবসায় অংশীদারত্ব দেওয়ার নামে অভিনব কায়দায় একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে একটি চক্র হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। এ চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতরা হলেন—জহিরুল ইসলাম বিপু (৪২), গোলাম মাওলা (৪৫) ও এবায়েদ উল্ল্যা (৪২)। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির এলআইসি শাখা।
আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘রাজধানীসহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে চিকিৎসা ভাতা, ট্রান্সপোর্ট সুবিধাসহ আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়া হবে এবং ব্যাংক সরকারি প্রতিষ্ঠান সদ্য অবসরপ্রাপ্ত পুরুষ-নারীদের আবেদনযোগ্য জনপ্রিয় দৈনিক পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। বড় শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বহুতল ভবনের স্বল্প সময়ের জন্য অফিস ভাড়া নিয়ে চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করত। এরপর সাক্ষাৎকারের পর চাকরিপ্রার্থীদের উচ্চ বেতনে শর্ত সাপেক্ষে নিয়োগ দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর কিছুদিন অতিবাহিত হলে তাদের ওই কোম্পানির অংশীদার করার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ভাড়া করা অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায়।’
মুক্তা ধর বলেন, ‘প্রথমে এই চক্রটি পদ্মা ট্রেডিং করপোরেশন নামে প্রতিষ্ঠানগুলো প্রচারণা শুরু করে। পরে প্রতিষ্ঠান সাফল্যের পর ওই নাম ও অফিসের স্থান পরিবর্তন করে এনটিসি নামে আরও একটি প্রতিষ্ঠান খুলে তাদের প্রতারণার কার্যক্রম অব্যাহত রাখে। চক্রটির দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাদের প্রতারণার নেটওয়ার্ক। নেটওয়ার্কের সদস্যদের দিয়ে তাঁরা বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছে চাকরির লোভনীয় বিজ্ঞাপনটি দেখিয়ে তাদের সুসজ্জিত অফিসে ডেকে নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে।’
সিআইডির বিশেষ পুলিশ সুপার আরও বলেন, ‘এরপর প্রতারক চক্রটি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের সদ্য অবসরপ্রাপ্ত পুরুষ ও নারীদের টার্গেটে পরিণত করে। ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে খুব বেশি চাপাচাপি করলে তাদের টাকা ফেরতের মিথ্যা আশ্বাস হিসেবে চেক দিত। তবে অপর্যাপ্ত ব্যালেন্স চেক ডিজঅনার হওয়ার পর ভুক্তভোগীদের সকল ধরনের যোগাযোগ বন্ধ করে লাপাত্তা হয়ে যায় চক্রটি।’
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, ‘একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার অভিযোগের ভিত্তিতে এই চক্রকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তাঁর জমানো টাকা হালাল ব্যবসার জন্য বিনিয়োগ করেন ৭২ লাখ টাকা।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে