নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানে সবচেয়ে বেশি অগ্নিঝুঁকিতে রয়েছে বঙ্গবাজার। আজ শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মার্কেটের ভেতরে ধোঁয়া দেখতে পান মার্কেটের নিরাপত্তা কর্মীরা। একই সময়ে বঙ্গবাজারের পাশে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের গেটে দায়িত্বরত সদস্যরাও ধোঁয়া দেখতে পেয়ে ওয়্যারলেসে বঙ্গবাজারে আগুনের বার্তা দেন। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি স্টেশনের ২০টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
পুরো ঘটনাই ছিল পূর্বপরিকল্পিত। আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের বিশেষ একটি মহড়ার আয়োজন করা হয়েছিল। সেই মহড়ার অংশ হিসেবে বঙ্গবাজারের ভেতর থেকে ধোঁয়া উৎপন্ন করা হয়। আজ শনিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া পরিচালক শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, `আজ আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস। এই দিনে আমরা একটি বিশেষ মহড়ার আয়োজন করেছি। গুলিস্তান ঢাকার অন্যতম একটি ব্যস্ত এলাকা। এই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে বঙ্গবাজার উল্লেখযোগ্য। আর এই মার্কেট ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাশেই। তাই আমরা বঙ্গবাজারের জন্য আলাদা একটি সাইরেন নির্ধারণ করেছি। এই সাইরেন শুধু বঙ্গবাজারের জন্য। এই মার্কেটে আগুন লাগলে বিশেষ সাইরেন বাজিয়ে সাতটি স্টেশন থেকে যোগ দিতে বলা আছে। এ বিষয়ে ট্রেনিংয়ের সময় প্রত্যেকের কাজ ভাগ করা আছে। এমনকি কে কোথায় অবস্থান নেবেন, সেটিও নির্ধারণ করা আছে।'
শাহজাহান শিকদার বলেন, ‘আমরা যেহেতু একটি বাস্তবিক মহড়া চালানোর চেষ্টা করেছি। মহড়ার কারণে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই পুলিশ সদর দপ্তর, র্যাব ও ৯৯৯ জরুরি সেবাসহ সংশ্লিষ্ট সবাইকে আগে থেকেই জানানো ছিল।’
প্রায় ঘণ্টাব্যাপী হওয়া এই মহড়া কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা। ঢাকার সহকারী পরিচালক আবদুল হালিম মহড়া বাস্তবায়ন করেন। অধিদপ্তরের পক্ষে মহড়া পর্যবেক্ষণ করেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন। মহড়ায় ঢাকার বিভিন্ন জোনের প্রধানেরা অংশ নেন। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিক মেরামতের জন্য মেকানিক টিমসহ উপস্থিত ছিলেন ফোরম্যান গোলাম মওলা। এ ছাড়া ক্রাউড কন্ট্রোল টিম, মিডিয়া সেল, বেতার শাখাসহ ঢাকার সাতটি ফায়ার স্টেশনের মোট ২০টি ইউনিট এতে অংশ নেয়। সদর দপ্তরের নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান।
মহড়ায় বঙ্গবাজার হকার্স মার্কেটসহ আশপাশের মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন। মহড়ায় এসব মার্কেটের নিরাপত্তাকর্মীরা অংশগ্রহণ করেন।
রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানে সবচেয়ে বেশি অগ্নিঝুঁকিতে রয়েছে বঙ্গবাজার। আজ শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মার্কেটের ভেতরে ধোঁয়া দেখতে পান মার্কেটের নিরাপত্তা কর্মীরা। একই সময়ে বঙ্গবাজারের পাশে থাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের গেটে দায়িত্বরত সদস্যরাও ধোঁয়া দেখতে পেয়ে ওয়্যারলেসে বঙ্গবাজারে আগুনের বার্তা দেন। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি স্টেশনের ২০টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
পুরো ঘটনাই ছিল পূর্বপরিকল্পিত। আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের বিশেষ একটি মহড়ার আয়োজন করা হয়েছিল। সেই মহড়ার অংশ হিসেবে বঙ্গবাজারের ভেতর থেকে ধোঁয়া উৎপন্ন করা হয়। আজ শনিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া পরিচালক শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, `আজ আন্তর্জাতিক অগ্নিপ্রতিরোধ দিবস। এই দিনে আমরা একটি বিশেষ মহড়ার আয়োজন করেছি। গুলিস্তান ঢাকার অন্যতম একটি ব্যস্ত এলাকা। এই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর মধ্যে বঙ্গবাজার উল্লেখযোগ্য। আর এই মার্কেট ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাশেই। তাই আমরা বঙ্গবাজারের জন্য আলাদা একটি সাইরেন নির্ধারণ করেছি। এই সাইরেন শুধু বঙ্গবাজারের জন্য। এই মার্কেটে আগুন লাগলে বিশেষ সাইরেন বাজিয়ে সাতটি স্টেশন থেকে যোগ দিতে বলা আছে। এ বিষয়ে ট্রেনিংয়ের সময় প্রত্যেকের কাজ ভাগ করা আছে। এমনকি কে কোথায় অবস্থান নেবেন, সেটিও নির্ধারণ করা আছে।'
শাহজাহান শিকদার বলেন, ‘আমরা যেহেতু একটি বাস্তবিক মহড়া চালানোর চেষ্টা করেছি। মহড়ার কারণে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই পুলিশ সদর দপ্তর, র্যাব ও ৯৯৯ জরুরি সেবাসহ সংশ্লিষ্ট সবাইকে আগে থেকেই জানানো ছিল।’
প্রায় ঘণ্টাব্যাপী হওয়া এই মহড়া কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা। ঢাকার সহকারী পরিচালক আবদুল হালিম মহড়া বাস্তবায়ন করেন। অধিদপ্তরের পক্ষে মহড়া পর্যবেক্ষণ করেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন। মহড়ায় ঢাকার বিভিন্ন জোনের প্রধানেরা অংশ নেন। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিক মেরামতের জন্য মেকানিক টিমসহ উপস্থিত ছিলেন ফোরম্যান গোলাম মওলা। এ ছাড়া ক্রাউড কন্ট্রোল টিম, মিডিয়া সেল, বেতার শাখাসহ ঢাকার সাতটি ফায়ার স্টেশনের মোট ২০টি ইউনিট এতে অংশ নেয়। সদর দপ্তরের নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান।
মহড়ায় বঙ্গবাজার হকার্স মার্কেটসহ আশপাশের মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন। মহড়ায় এসব মার্কেটের নিরাপত্তাকর্মীরা অংশগ্রহণ করেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১২ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৩ মিনিট আগে