নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ টাকা ‘রেমিট্যান্স’ হিসেবে প্রদর্শন এবং নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ টাকা অর্জনের অভিযোগে ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মো. আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।
মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. আবদুর রশিদ সিকদার তাঁর অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছে পাঠিয়ে আবার ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিবিহীন ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেন।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, আসামি ৯৫ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
মো. আব্দুর রশিদ সিকদার তাঁর আয়কর নথিতে এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৫৭ টাকা আয় প্রদর্শন করেছেন। কিন্তু তিনি ফরেন রেমিট্যান্স হিসেবে তাঁর প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকার যে হিসাব প্রদর্শন করেছেন, তাঁর ভাইয়েরা উক্ত টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন মর্মে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
অবৈধ টাকা ‘রেমিট্যান্স’ হিসেবে প্রদর্শন এবং নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ টাকা অর্জনের অভিযোগে ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মো. আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।
মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. আবদুর রশিদ সিকদার তাঁর অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছে পাঠিয়ে আবার ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিবিহীন ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেন।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, আসামি ৯৫ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
মো. আব্দুর রশিদ সিকদার তাঁর আয়কর নথিতে এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৫৭ টাকা আয় প্রদর্শন করেছেন। কিন্তু তিনি ফরেন রেমিট্যান্স হিসেবে তাঁর প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকার যে হিসাব প্রদর্শন করেছেন, তাঁর ভাইয়েরা উক্ত টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন মর্মে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৮ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ মিনিট আগে