Ajker Patrika

টাঙ্গাইল-২: ছোট মনির টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১: ১৯
টাঙ্গাইল-২: ছোট মনির টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত 

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফলে ছোট মনির পান ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। 

১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন ভোট দেন। ৪৬.৮৯ শতাংশ ভোট কাস্টিং হয়। একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। 

উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত