অনলাইন ডেস্ক
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে স্বামী মনছুর হেলালকে ডান হাতটা শক্ত করে ধরতে বলেছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরীন চৌধুরী। শুনে হতবিহ্বল হয়ে পড়েন মনছুর। শক্ত করে ধরবেন কী? আগুনে পুড়ে হাতের অবস্থা এতটাই করুণ যে, ধরার মতো অবস্থায় নেই।
গতকাল সোমবার রাতের সেই ঘটনা স্মরণ করে মনছুর আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ভাই, ওর হাত ধরা যায় না, সব পুড়ে শেষ। ও বলল, তোমার সাথে আর দেখা হবে না।’
আজ নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়িতে দাফন করা হয় মাহরীনকে। তাঁর জানাজার আগে এসব কথা বলছিলেন মনছুর।
গতকাল উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় অক্ষত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক মাহরীন। চাইলেই ঘটনাস্থল থেকে দূরে গিয়ে নিজেকে বিপদমুক্ত রাখতে পারতেন তিনি। তা করেননি। যখন দেখলেন, বিস্ফোরণে তাঁর ছোটছোট ছাত্রছাত্রী আগুনে পুড়ে কাতরাচ্ছে, তখন এক এক করে তাদের কোলে তুলে বাইরে নিয়ে আসেন তিনি। এভাবে কখন যে নিজের দেহই দগ্ধ হয়, তা তিনি খেয়াল করেননি। বলা ভালো, খেয়াল করতে চানওনি।
একপর্যায়ে মাহরীনের গোটা দেহ আত্মসমর্পণ করে। পড়ে যান তিনি। উদ্ধারকর্মীরা তাঁকে ধরে হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা জানান, ৪২ বছর বয়সী মাহরীনের দেহের শতভাগই দগ্ধ। রাতে মৃত্যু হয় তাঁর।
বগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে, “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করেছে, কিছু বাচ্চা বের করেছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’
তিনি বলেন, ‘পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে শেষ। শুধু বেঁচে ছিল, একটু কথা বলতে পারছে। আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়ার আগে বলল, আমার ডান হাতটা শক্ত করে ধরো। ভাই, হাত ধরা যায় না, সব পুড়ে শেষ। ও বলল, তোমার সাথে আর দেখা হবে না।’
স্বামীর হাত ধরে মাহরীন তখন বলছিলেন, ‘আমার বাচ্চাদের দেখো।’ জবাবে মনছুর হেলাল বলেন, ‘তোমার বাচ্চাদের এতিম করে গেলা!’
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে স্বামী মনছুর হেলালকে ডান হাতটা শক্ত করে ধরতে বলেছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরীন চৌধুরী। শুনে হতবিহ্বল হয়ে পড়েন মনছুর। শক্ত করে ধরবেন কী? আগুনে পুড়ে হাতের অবস্থা এতটাই করুণ যে, ধরার মতো অবস্থায় নেই।
গতকাল সোমবার রাতের সেই ঘটনা স্মরণ করে মনছুর আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ভাই, ওর হাত ধরা যায় না, সব পুড়ে শেষ। ও বলল, তোমার সাথে আর দেখা হবে না।’
আজ নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়িতে দাফন করা হয় মাহরীনকে। তাঁর জানাজার আগে এসব কথা বলছিলেন মনছুর।
গতকাল উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় অক্ষত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক মাহরীন। চাইলেই ঘটনাস্থল থেকে দূরে গিয়ে নিজেকে বিপদমুক্ত রাখতে পারতেন তিনি। তা করেননি। যখন দেখলেন, বিস্ফোরণে তাঁর ছোটছোট ছাত্রছাত্রী আগুনে পুড়ে কাতরাচ্ছে, তখন এক এক করে তাদের কোলে তুলে বাইরে নিয়ে আসেন তিনি। এভাবে কখন যে নিজের দেহই দগ্ধ হয়, তা তিনি খেয়াল করেননি। বলা ভালো, খেয়াল করতে চানওনি।
একপর্যায়ে মাহরীনের গোটা দেহ আত্মসমর্পণ করে। পড়ে যান তিনি। উদ্ধারকর্মীরা তাঁকে ধরে হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা জানান, ৪২ বছর বয়সী মাহরীনের দেহের শতভাগই দগ্ধ। রাতে মৃত্যু হয় তাঁর।
বগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে, “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করেছে, কিছু বাচ্চা বের করেছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’
তিনি বলেন, ‘পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে শেষ। শুধু বেঁচে ছিল, একটু কথা বলতে পারছে। আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়ার আগে বলল, আমার ডান হাতটা শক্ত করে ধরো। ভাই, হাত ধরা যায় না, সব পুড়ে শেষ। ও বলল, তোমার সাথে আর দেখা হবে না।’
স্বামীর হাত ধরে মাহরীন তখন বলছিলেন, ‘আমার বাচ্চাদের দেখো।’ জবাবে মনছুর হেলাল বলেন, ‘তোমার বাচ্চাদের এতিম করে গেলা!’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে