নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে।
সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে।
সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
২৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩৭ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
১ ঘণ্টা আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে