নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে।
সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে।
সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
৩০ মিনিট আগেযশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
২ ঘণ্টা আগে