Ajker Patrika

সাবেক খাদ্য কর্মকর্তা সিরাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক খাদ্য কর্মকর্তা সিরাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে। অপর মামলায় সিরাজুল ও তাঁর স্ত্রী মোস্তফা সুলতানাকে আসামি করা হয়।

সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি। 

এতে আরও বলা হয়, সিরাজুল ১৯৮৭ সালের ২৬ নভেম্বর উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০২১ সালে সহকারী উপপরিচালক পদে থেকে অবসর নেন। দীর্ঘ চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে ঢাকার উত্তরা ও কাকরাইলে ফ্ল্যাট কেনেন। এ ছাড়া একাধিক ব্যাংকে সিরাজুলের আর্থিক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে। 

সাবেক এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলার এজাহারে বলা হয়, দুদকের সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পর ২০১৯ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানা। যেখানে তিনি ১৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার কারণে স্ত্রীকে প্রধান আসামি ও স্বামী সিরাজুল ইসলামকে সহযোগী আসামি করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত