Ajker Patrika

পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

পার্বত্য অঞ্চলের নারীরা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। পাহাড়ি নারীদের নির্যাতন ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার হয়নি। অপরাধীরা শাস্তি পায়নি। তাই পাহাড়ে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। 

আজ শুক্রবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের উদ্যোগে ঢাকার মোহাম্মদপুরে সিবিসিবি অডিটোরিয়ামে ৫ম জাতীয় আদিবাসী নারী সম্মেলনের প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন। এ সময় তাঁরা পার্বত্য অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। 

সম্মেলনের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার কর্মী খুশি কবীর। 

খুশি কবীর বলেন, ‘পার্বত্য অঞ্চলের নারীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এসব সমস্যা আমাদের সবাইকে মোকাবিলা করতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেখানে পাহাড়ের অধিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ ইলা মিত্র, কল্পনা চাকমার কথা স্মরণ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

সম্মেলনে বিভিন্ন সেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, লেখক ও গবেষক পাভেল পার্থ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। 

সম্মেলনে পাহাড়ে নারীদের সুরক্ষায় ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সহিংসতার শিকার নারী ও শিশুদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা, জাতীয় সংসদসহ স্থানীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে পার্বত্য অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব ও অংশীদারত্ব নিশ্চিত করার জন্য আসন সংরক্ষণ করা, নারী নেতৃত্বমূলক বিষয়ে বিভিন্ন অঞ্চলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত