জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সঙ্গে দেখা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভ কর্মসূচি শেষে পাঁচজন আন্দোলনরত শিক্ষার্থী উপাচার্যের কাছে দাবি নিয়ে যান।
পাঁচজন শিক্ষার্থী হলেন—ইভান তাওসিফ, স্বর্ণা আক্তার, আব্দুল্লাহ মাফি, আবু বকর, শাহিন আলম শান।
শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, ‘আমাদের যে দাবিটা এখন সারা দেশের মানুষের সঙ্গে জড়িত হয়ে গেছে। শুরু থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগী হিসেবে পাইনি। আহ্বান করি, এখন থেকে এই আন্দোলনে সহযোগী হিসেবে থাকবে। ছাত্রলীগ সারা দেশের মানুষের কাছে ঘৃণিত হিসেবে পরিচিত পেয়েছে গতকাল অতর্কিত হামলা করে। তাহলে এখনো কেন প্রশাসন ছাত্রলীগকে বাসসেবা দিয়ে সাহায্য করছে?’
স্বর্ণা আক্তার বলেন, ‘হলের ছাত্রলীগের নারী নেত্রী দ্বারা হেনস্তার শিকার হয়েছি আমি। হলে আমার নিরাপত্তার বিষয়টি দেখার আহ্বান জানাচ্ছি।’
আব্দুল্লাহ মাফি অভিযোগ করে বলেন, ‘সোমবার রাতে ক্যাম্পাসে প্রবেশের সময় মোবাইল ফোন চেক করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। নিজের ক্যাম্পাসেই আমাদের সঙ্গে এমন আচরণ কেন?’
শিক্ষার্থীদের কথা শুনে উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘প্রথমে বলি, আমি একজন শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়েও আসার পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের জন্যই কাজ করে যাচ্ছি। কোটা সংস্কার নিয়ে সরকার কখনো বলেনি যে আমরা মানব না।’
উপাচার্য বলেন, ‘আমাদের চারজন সন্তান আকস্মিকভাবে গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন সর্বোচ্চ দিয়ে দেখবেন। শিক্ষকেরাও দেখতে গিয়েছেন হাসপাতালে। আমাদের যে কোনো শিক্ষার্থীকে আমরা অবশ্যই দেখব। আমরা তোমাদের বিষয়ে উদ্বিগ্ন। নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে চাই। সহিংসতা করে বেশি দূর যাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি কোমলমতি শিক্ষার্থীসহ যে ছাত্র সংগঠনেরই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোর্টে হয়তো শুনানি রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিতে সদয় দৃষ্টি দেবেন আশা করি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো শিক্ষার্থীদের ঝুঁকির দিকে ফেলে দিতে পারি না।’
এ সময় উপাচার্য বলেন, ‘প্রক্টর একটি রেসপন্স টিম গঠন করে দেবে শিক্ষার্থীদের সহায়তার জন্য। হলে বলে দিচ্ছি, হলের সব ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সঙ্গে দেখা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভ কর্মসূচি শেষে পাঁচজন আন্দোলনরত শিক্ষার্থী উপাচার্যের কাছে দাবি নিয়ে যান।
পাঁচজন শিক্ষার্থী হলেন—ইভান তাওসিফ, স্বর্ণা আক্তার, আব্দুল্লাহ মাফি, আবু বকর, শাহিন আলম শান।
শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, ‘আমাদের যে দাবিটা এখন সারা দেশের মানুষের সঙ্গে জড়িত হয়ে গেছে। শুরু থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগী হিসেবে পাইনি। আহ্বান করি, এখন থেকে এই আন্দোলনে সহযোগী হিসেবে থাকবে। ছাত্রলীগ সারা দেশের মানুষের কাছে ঘৃণিত হিসেবে পরিচিত পেয়েছে গতকাল অতর্কিত হামলা করে। তাহলে এখনো কেন প্রশাসন ছাত্রলীগকে বাসসেবা দিয়ে সাহায্য করছে?’
স্বর্ণা আক্তার বলেন, ‘হলের ছাত্রলীগের নারী নেত্রী দ্বারা হেনস্তার শিকার হয়েছি আমি। হলে আমার নিরাপত্তার বিষয়টি দেখার আহ্বান জানাচ্ছি।’
আব্দুল্লাহ মাফি অভিযোগ করে বলেন, ‘সোমবার রাতে ক্যাম্পাসে প্রবেশের সময় মোবাইল ফোন চেক করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। নিজের ক্যাম্পাসেই আমাদের সঙ্গে এমন আচরণ কেন?’
শিক্ষার্থীদের কথা শুনে উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘প্রথমে বলি, আমি একজন শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়েও আসার পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের জন্যই কাজ করে যাচ্ছি। কোটা সংস্কার নিয়ে সরকার কখনো বলেনি যে আমরা মানব না।’
উপাচার্য বলেন, ‘আমাদের চারজন সন্তান আকস্মিকভাবে গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন সর্বোচ্চ দিয়ে দেখবেন। শিক্ষকেরাও দেখতে গিয়েছেন হাসপাতালে। আমাদের যে কোনো শিক্ষার্থীকে আমরা অবশ্যই দেখব। আমরা তোমাদের বিষয়ে উদ্বিগ্ন। নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে চাই। সহিংসতা করে বেশি দূর যাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি কোমলমতি শিক্ষার্থীসহ যে ছাত্র সংগঠনেরই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোর্টে হয়তো শুনানি রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিতে সদয় দৃষ্টি দেবেন আশা করি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো শিক্ষার্থীদের ঝুঁকির দিকে ফেলে দিতে পারি না।’
এ সময় উপাচার্য বলেন, ‘প্রক্টর একটি রেসপন্স টিম গঠন করে দেবে শিক্ষার্থীদের সহায়তার জন্য। হলে বলে দিচ্ছি, হলের সব ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
২৬ মিনিট আগেচট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৩ ঘণ্টা আগে