Ajker Patrika

মিরপুরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে পাহারায় আ.লীগ, হরতালবিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৪: ৩৯
মিরপুরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে পাহারায় আ.লীগ, হরতালবিরোধী মিছিল

রাজধানীর গাবতলী ও মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে পাহারা বসিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা কিছুক্ষণ পরপর হরতালবিরোধী মিছিল ও মোটরসাইকেলে শোডাউন করছেন।

আজ রোববার সকালে গাবতলীতে একদল তরুণকে মোটরসাইকেলে টার্মিনালের সামনে লাঠিসোঁটা নিয়ে সোডাউন করতে দেখা গেছে। 

বাংলা কলেজ ছাত্রলীগের নেত-কর্মীরাও মিরপুর সড়কে মিছিল করেছেন। এ ছাড়া মিরপুর ১ নম্বরে মহিলা আওয়ামী লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। 

হরতালবিরোধী মিছিল করছে আ. লীগের  নেতারা।এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে নেতা-কর্মীসহ অবস্থান নিয়েছেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তাঁর নেতৃত্বে হরতালবিরোধী মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৯টার কিছু পরপরই মিরপুর ১০ নম্বর থেকে এই মিছিল বের করা হয়।

মিছিলে ইব্রাহীমপুর, উত্তর কাফরুল আওয়ামী লীগ, স্থানীয় মহিলা লীগের নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত