Ajker Patrika

সচিবালয়ের সামনে তথ্য আপাদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সচিবালয়ের সামনে তথ্য আপাদের অবস্থান

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। পরবর্তীতে তাঁরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে স্মারকলিপি দেন।

আজ সোমবার সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেওয়া তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী বলেন, ‘আমরা তথ্য আপা প্রকল্পের সবাই চাকরির তিন থেকে চার ধাপ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেয়েছি। আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্বতে যায়।’

অবস্থানের সময় ‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’, ‘এক দফা এক দাবি কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’-এসব স্লোগান দিতে শোনা যায়।

২০১১ সালে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এক যুগ পেরিয়ে গেলেও এটি রাজস্বকরণ হয়নি। প্রকল্পের প্রথম পর্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় পর্যায় চলছে। বারবার রাজস্বের দাবি জানালেও চুক্তিতে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।

তথ্য আপা প্রকল্পে কর্মরতরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকাবিক্ষোভে অংশ নেওয়া নারীরা জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) জনবলসহ প্রকল্প রাজস্বকরণের কথা উল্লেখ থাকলেও মেয়াদ শেষে বারবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু রাজস্বকরণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তথ্য আপা প্রকল্পের সব জনবল ডিপিপিতে উল্লেখ্য প্রকল্প রাজস্বকরণের দাবি নিয়ে সচিবালয়ের সামনে সমবেত হয়েছেন।

সচিবালয়ের সামনে অবস্থান নেন তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা। ছবি: আজকের পত্রিকাবরিশাল সদরের তথ্যসেবা কর্মকর্তা সুদীপ্তা বড়াল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আমাদের স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের কাছে সময় চেয়েছেন।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা প্রকল্পটি বাস্তবায়ন করছে। তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারী মিলিয়ে মোট ১ হাজার ৪৮৩ জন নারী কর্মরত আছেন। তথ্যকেন্দ্র থেকে গ্রামীণ অসহায় সুবিধাবঞ্চিত নারীদের কাছে সরকারি সব সেবার তথ্য ও সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত