নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গার্মেন্টস মালিক ফয়সাল সামাদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত ১০ দিনের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।’
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে সুরমা গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী ফায়সাল সামাদ জানতে পারেন অনেকেই আছে যাদের টিন নম্বর ভুল। যারা আয়কর তথ্য হালনাগাদ করেনি। বিষয়টি নিয়ে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তার আপিল আংশিক মঞ্জুর করেন। সেখানে কয়েকজনকে বাদ দেওয়া হয়।
এর বিরুদ্ধে তিনি আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে আরবিট্রেশন ট্রাইব্যুনাল সেটি শুনানি করেনি।
ব্যারিস্টার মুস্তাফিজ বলেন, আরবিট্রেশন ট্রাইব্যুনাল শুনানি না করার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট বলেছেন, সাত দিনের মধ্যে আবেদনটি শুনানি করে নিষ্পত্তি করতে হবে। ভোটার তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে কত জনের বৈধ টিন আছে ও কত জনের আয়কর রিটার্ন হালনাগাদ আছে এই বিষয়টি নির্ণয় করবে এফবিসিসিআই। প্রয়োজনে তাদেরকে এনবিআরের সহযোগিতা নিতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গার্মেন্টস মালিক ফয়সাল সামাদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত ১০ দিনের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।’
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে সুরমা গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী ফায়সাল সামাদ জানতে পারেন অনেকেই আছে যাদের টিন নম্বর ভুল। যারা আয়কর তথ্য হালনাগাদ করেনি। বিষয়টি নিয়ে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তার আপিল আংশিক মঞ্জুর করেন। সেখানে কয়েকজনকে বাদ দেওয়া হয়।
এর বিরুদ্ধে তিনি আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে আরবিট্রেশন ট্রাইব্যুনাল সেটি শুনানি করেনি।
ব্যারিস্টার মুস্তাফিজ বলেন, আরবিট্রেশন ট্রাইব্যুনাল শুনানি না করার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট বলেছেন, সাত দিনের মধ্যে আবেদনটি শুনানি করে নিষ্পত্তি করতে হবে। ভোটার তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে কত জনের বৈধ টিন আছে ও কত জনের আয়কর রিটার্ন হালনাগাদ আছে এই বিষয়টি নির্ণয় করবে এফবিসিসিআই। প্রয়োজনে তাদেরকে এনবিআরের সহযোগিতা নিতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে