নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গার্মেন্টস মালিক ফয়সাল সামাদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত ১০ দিনের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।’
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে সুরমা গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী ফায়সাল সামাদ জানতে পারেন অনেকেই আছে যাদের টিন নম্বর ভুল। যারা আয়কর তথ্য হালনাগাদ করেনি। বিষয়টি নিয়ে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তার আপিল আংশিক মঞ্জুর করেন। সেখানে কয়েকজনকে বাদ দেওয়া হয়।
এর বিরুদ্ধে তিনি আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে আরবিট্রেশন ট্রাইব্যুনাল সেটি শুনানি করেনি।
ব্যারিস্টার মুস্তাফিজ বলেন, আরবিট্রেশন ট্রাইব্যুনাল শুনানি না করার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট বলেছেন, সাত দিনের মধ্যে আবেদনটি শুনানি করে নিষ্পত্তি করতে হবে। ভোটার তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে কত জনের বৈধ টিন আছে ও কত জনের আয়কর রিটার্ন হালনাগাদ আছে এই বিষয়টি নির্ণয় করবে এফবিসিসিআই। প্রয়োজনে তাদেরকে এনবিআরের সহযোগিতা নিতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গার্মেন্টস মালিক ফয়সাল সামাদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত ১০ দিনের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।’
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে সুরমা গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী ফায়সাল সামাদ জানতে পারেন অনেকেই আছে যাদের টিন নম্বর ভুল। যারা আয়কর তথ্য হালনাগাদ করেনি। বিষয়টি নিয়ে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তার আপিল আংশিক মঞ্জুর করেন। সেখানে কয়েকজনকে বাদ দেওয়া হয়।
এর বিরুদ্ধে তিনি আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করেন। তবে আরবিট্রেশন ট্রাইব্যুনাল সেটি শুনানি করেনি।
ব্যারিস্টার মুস্তাফিজ বলেন, আরবিট্রেশন ট্রাইব্যুনাল শুনানি না করার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট বলেছেন, সাত দিনের মধ্যে আবেদনটি শুনানি করে নিষ্পত্তি করতে হবে। ভোটার তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে কত জনের বৈধ টিন আছে ও কত জনের আয়কর রিটার্ন হালনাগাদ আছে এই বিষয়টি নির্ণয় করবে এফবিসিসিআই। প্রয়োজনে তাদেরকে এনবিআরের সহযোগিতা নিতে বলা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
৯ মিনিট আগেএবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
১৩ মিনিট আগেনড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মুসা খন্দকারকে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার মামলার রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগেঅফিস আদেশে এসব কর্মকর্তা-কর্মচারীর সাম্প্রতিক কর্মকাণ্ডে শৃঙ্খলাবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। এর আগে ৮ মে এনপিসিবিএলের দাপ্তরিক আদেশে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৫ মিনিট আগে