Ajker Patrika

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: শিরিন ম্যানশন পরিত্যক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ২১: ২৩
সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: শিরিন ম্যানশন পরিত্যক্ত ঘোষণা

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় সেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ব্যানার সাঁটিয়ে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় ভবনটিকে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন তাঁরা। 

এর আগে পুরো ভবনে বিস্ফোরণ-সংক্রান্ত বিভিন্ন আলামত ক্রাইমসিনের ফিতা দিয়ে ঘিরে নেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা।। এরপর তাঁরা সেখানে বিস্ফোরণের পর থেকে বিকেল পর্যন্ত অবস্থান করেন। পরে নানান বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল টিম। পরে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, তাঁরা বিস্ফোরক-সংক্রান্ত কোনো আলামত পাননি। পরে সেখানে আসে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এবং সিডিআরটি ইউনিটের সদস্যরা। তাঁরা অনুসন্ধান শেষে একই কথা জানান। 

এ ঘটনায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ ঘটনায় মারা গেছেন তিনজন, আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। 

আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভবনটির তৃতীয় তলায়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত