নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি (ঢাকা)
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভেতর মানুষের উপস্থিতি যখন অনেকটা কমে যায়, তখন এক দললোক ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা ছিল। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিলে অংশগ্রহণকারীরা স্মৃতিসৌধের বেদি থেকে মূল ফটকের দিকে অগ্রসর হচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে তাঁদের তিনজনকে ধরে ফেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।
শাহজালাল নামের একজন বলেন, স্লোগান দিয়ে যখন তাঁরা স্মৃতিসৌধের মূল ফটকের দিকে যাচ্ছিলেন, কিছু লোক তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় অনেকে তাঁদের মারধর করার চেষ্টা করেন। উপস্থিত সাংবাদিকেরা তাঁদের সেফ করেন।
অপর একজন বলেন, হামলাকারীদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতা কানে ধরান । তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে স্মৃতিসৌধ থেকে বের করে দেওয়া হয়।
সাংবাদিকেরা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি।’
মিছিলে অংশ নেওয়া একজন নিজেকে আমিন মুসল্লী পরিচয় দিয়ে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’
পথে কোনো বাধার মুখে পড়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বরগুনা সদর থেকে এসেছি। পথে কোনো বাধার সম্মুখীন হইনি। আর আমাদের তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমরা মুক্তিযুদ্ধের কমান্ড কাউন্সিলের সন্তান।’
তাঁদের অপর একজন বলেন, ‘একই সন্তান দুবার জন্মগ্রহণ করতে পারে না, সুতরাং একই দেশ দুবার স্বাধীন হতে পারে না।’
মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘উসকানিমূলক স্লোগান দিয়ে তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছে।’
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভেতর মানুষের উপস্থিতি যখন অনেকটা কমে যায়, তখন এক দললোক ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা ছিল। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিলে অংশগ্রহণকারীরা স্মৃতিসৌধের বেদি থেকে মূল ফটকের দিকে অগ্রসর হচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে তাঁদের তিনজনকে ধরে ফেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।
শাহজালাল নামের একজন বলেন, স্লোগান দিয়ে যখন তাঁরা স্মৃতিসৌধের মূল ফটকের দিকে যাচ্ছিলেন, কিছু লোক তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় অনেকে তাঁদের মারধর করার চেষ্টা করেন। উপস্থিত সাংবাদিকেরা তাঁদের সেফ করেন।
অপর একজন বলেন, হামলাকারীদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতা কানে ধরান । তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে স্মৃতিসৌধ থেকে বের করে দেওয়া হয়।
সাংবাদিকেরা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি।’
মিছিলে অংশ নেওয়া একজন নিজেকে আমিন মুসল্লী পরিচয় দিয়ে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’
পথে কোনো বাধার মুখে পড়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বরগুনা সদর থেকে এসেছি। পথে কোনো বাধার সম্মুখীন হইনি। আর আমাদের তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমরা মুক্তিযুদ্ধের কমান্ড কাউন্সিলের সন্তান।’
তাঁদের অপর একজন বলেন, ‘একই সন্তান দুবার জন্মগ্রহণ করতে পারে না, সুতরাং একই দেশ দুবার স্বাধীন হতে পারে না।’
মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘উসকানিমূলক স্লোগান দিয়ে তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে