অনলাইন ডেস্ক
সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে আরেক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে হৃদয় আহমেদ নামের একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম সাভারে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে এনামুর রহমানকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরপর হৃদয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হৃদয় হত্যা মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওই দিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যান ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে ঘিরে ফেলে।
বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।
পরে ৩০ আগস্ট সাভার মডেল থানায় হৃদয় আহমেদের বাবা রাজু আহমেদের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।
সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে আরেক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে হৃদয় আহমেদ নামের একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম সাভারে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে এনামুর রহমানকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরপর হৃদয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হৃদয় হত্যা মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওই দিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যান ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে ঘিরে ফেলে।
বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।
পরে ৩০ আগস্ট সাভার মডেল থানায় হৃদয় আহমেদের বাবা রাজু আহমেদের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে