নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের একটি মসজিদে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়ায় বায়তুস সুজুত মসজিদে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে দোষারোপ করলেও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ সময় মসজিদের সাইনবোর্ড, লাইট, ফ্রিজ, চারটি সিসি ক্যামেরা, একটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। তা ছাড়া সিসি টিভির ফুটেজ গায়েব করার জন্য সিপিইউ ও হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মসজিদের বিপরীত পাশের বাড়ির বাসিন্দা ইয়াসমিন আক্তার বলেন, ‘মসজিদটি আমাদের বাড়ির বিপরীতে। আমি দোতলার জানালা দিয়ে সব দেখেছি। হামলার সময় ১৫-২০ জন ব্যক্তি মনে হচ্ছিল। ভেতর ঢুকে কী করেছে দেখতে পাইনি। তবে ভাঙচুরের শব্দ পেয়েছি। আমি কাউকে চিনতে পারিনি। তবে যাওয়ার সময় আমার ছেলে এক হুজুরকে চিনতে পারে। তিনি হলেন মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি।’
প্রত্যক্ষদর্শী মো. সিয়াম বলেন, ‘ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় আমরা মসজিদের সামনে তাদের সঙ্গে দেখা হয়। আমি শুধু মুফতি ইব্রাহিম হুজুরকে চিনতে পেরেছি। তিনি আমার সামনে এক ব্যক্তিকে ডেকে বলছিলেন, এই মসজিদ এখন থেকে তিনি চালাবেন।’
আরেক প্রত্যক্ষদর্শী রায়েমিন আরিফ বলেন, ‘আমার বাড়ির সামনেই মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি ও কয়েকজন হুজুর মোটরসাইকেল রাখেন। আমি প্রথমে বুঝতে পারিনি। পরে ভাঙচুরের শব্দ পাই। ঘর থেকে বের হওয়ার আগেই তারা চলে যায়। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভেঙে চলে যায় তারা।’
মসজিদের জমিদাতার ছোট ভাই শেখ মুজিবুর বলেন, ‘তখন বাড়িতে শুধু আমার স্ত্রী ছিলেন। হামলাকারীদের ঢুকতে দেখেই তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান।’
বায়তুস সুজুত মসজিদের জমিদাতা ও ভারপ্রাপ্ত ইমাম শেখ জুবায়ের মজনু বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ১১টার দিকে এক প্রতিবেশী আমাকে ফোন দিয়ে ঘটনা জানায়। আমি বুঝতে পারছি না, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে আরেক মসজিদের ইমামের কী ক্ষোভ থাকতে পারে। মসজিদ লাগোয়া আমার ঘর। তারা আমার ঘর দিয়ে ভেতরে ঢুকে মসজিদের জিনিসপত্র এবং আমার ঘরের ফ্রিজসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। চলে যাওয়ার সময় একজনের পকেট থেকে একটি কাগজ পড়ে যেতে দেখে আমার এক প্রতিবেশী। কাগজটি মূলত বাসের টিকিট। এর সঙ্গে স্কচটেপ দিয়ে লাগানো একটি সিম পাওয়া গেছে। আশা করি, পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণে এটি কাজে লাগবে।’
তবে মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি নবাবগঞ্জ আনসার ভিডিপি ক্যাম্প মসজিদের খতিব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কোনো মসজিদ ভাঙার আগে আল্লাহ যেন আমার হাত ভেঙে দেয়। এটা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। আমি আগামীকাল এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে কথা বলব।’
ঢাকার নবাবগঞ্জের একটি মসজিদে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়ায় বায়তুস সুজুত মসজিদে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে দোষারোপ করলেও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ সময় মসজিদের সাইনবোর্ড, লাইট, ফ্রিজ, চারটি সিসি ক্যামেরা, একটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। তা ছাড়া সিসি টিভির ফুটেজ গায়েব করার জন্য সিপিইউ ও হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মসজিদের বিপরীত পাশের বাড়ির বাসিন্দা ইয়াসমিন আক্তার বলেন, ‘মসজিদটি আমাদের বাড়ির বিপরীতে। আমি দোতলার জানালা দিয়ে সব দেখেছি। হামলার সময় ১৫-২০ জন ব্যক্তি মনে হচ্ছিল। ভেতর ঢুকে কী করেছে দেখতে পাইনি। তবে ভাঙচুরের শব্দ পেয়েছি। আমি কাউকে চিনতে পারিনি। তবে যাওয়ার সময় আমার ছেলে এক হুজুরকে চিনতে পারে। তিনি হলেন মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি।’
প্রত্যক্ষদর্শী মো. সিয়াম বলেন, ‘ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় আমরা মসজিদের সামনে তাদের সঙ্গে দেখা হয়। আমি শুধু মুফতি ইব্রাহিম হুজুরকে চিনতে পেরেছি। তিনি আমার সামনে এক ব্যক্তিকে ডেকে বলছিলেন, এই মসজিদ এখন থেকে তিনি চালাবেন।’
আরেক প্রত্যক্ষদর্শী রায়েমিন আরিফ বলেন, ‘আমার বাড়ির সামনেই মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি ও কয়েকজন হুজুর মোটরসাইকেল রাখেন। আমি প্রথমে বুঝতে পারিনি। পরে ভাঙচুরের শব্দ পাই। ঘর থেকে বের হওয়ার আগেই তারা চলে যায়। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভেঙে চলে যায় তারা।’
মসজিদের জমিদাতার ছোট ভাই শেখ মুজিবুর বলেন, ‘তখন বাড়িতে শুধু আমার স্ত্রী ছিলেন। হামলাকারীদের ঢুকতে দেখেই তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান।’
বায়তুস সুজুত মসজিদের জমিদাতা ও ভারপ্রাপ্ত ইমাম শেখ জুবায়ের মজনু বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ১১টার দিকে এক প্রতিবেশী আমাকে ফোন দিয়ে ঘটনা জানায়। আমি বুঝতে পারছি না, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে আরেক মসজিদের ইমামের কী ক্ষোভ থাকতে পারে। মসজিদ লাগোয়া আমার ঘর। তারা আমার ঘর দিয়ে ভেতরে ঢুকে মসজিদের জিনিসপত্র এবং আমার ঘরের ফ্রিজসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। চলে যাওয়ার সময় একজনের পকেট থেকে একটি কাগজ পড়ে যেতে দেখে আমার এক প্রতিবেশী। কাগজটি মূলত বাসের টিকিট। এর সঙ্গে স্কচটেপ দিয়ে লাগানো একটি সিম পাওয়া গেছে। আশা করি, পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণে এটি কাজে লাগবে।’
তবে মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জি নবাবগঞ্জ আনসার ভিডিপি ক্যাম্প মসজিদের খতিব এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কোনো মসজিদ ভাঙার আগে আল্লাহ যেন আমার হাত ভেঙে দেয়। এটা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। আমি আগামীকাল এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে কথা বলব।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে