Ajker Patrika

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৪: ৪১
বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও মধুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন সদর উপজেলার ৩২ বাসস্ট্যান্ড এলাকার জামালের ছেলে ও অটোচালক রিফাত (২৬) এবং একই এলাকার মৃত রইস উদ্দিনের স্ত্রী জহুরা বেগম (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ভৈরব থেকে ছেড়ে আসা শৌখিন এক্সপ্রেস নোয়াগাঁও এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অটোরিকশা আরেকটিকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনে চলে আসে। এ সময় বাসটি আঞ্চলিক মহাসড়কের কিনারায় চলে গেলেও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় বাসচালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত