Ajker Patrika

হিরো আলমের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ জুলাই ২০২৩, ২২: ৩৩
হিরো আলমের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে চায় ইসি

সদ্য সমাপ্ত ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন পেলে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

অশোক কুমার আজকের পত্রিকাকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য কমিশনে পাঠানো হয়েছে। এখনো সেটি অনুমোদন হয়ে আসেনি। অনুমোদন পেলে মন্ত্রিপরিষদ বিভাগে কমিশনের প্রস্তাবনা পাঠানো হবে। 

একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিশন হতে পারে বলে জানা গেছে। 

এর আগে গত সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। ভোট গ্রহণের শেষ দিকে বেলা সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত