নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠদান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার উদ্দেশ্যে আধুনিক মিডিয়া ল্যাব উদ্বোধন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে নব নির্মিত এই ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
এর আগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতা: সম্ভাবনা ও প্রস্তুতি’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও শাইখ সিরাজ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘দুঃখজনক হলেও সত্য; বাংলাদেশে এখনো কৃষি সাংবাদিকতা পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। জাতীয়-আন্তর্জাতিক ও খেলাধুলা সম্পর্কিত সংবাদের জন্য গণমাধ্যমে আলাদা পাতা বরাদ্দ থাকলেও কৃষির জন্য আলাদা পাতা নেই, যা দুঃখজনক।’
ড. মো. গোলাম সামদানী ফকির আরও বলেন, ‘ডিজিটাল যুগে শিক্ষার্থীদের এখন অনেক বেশি নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। গ্রিন ইউনিভার্সিটির মিডিয়া ল্যাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘আগামীর কৃষি বর্তমানের চেয়ে অনেক চ্যালেঞ্জের হবে। এর মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। যার প্রভাবে ইতিমধ্যেই দেশের অনেক অঞ্চলে পড়তে শুরু করেছে।’
শাইখ সিরাজ আরও বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক ও অপরাধ সাংবাদিকতা যতটা জনপ্রিয়তা পেয়েছে, কৃষি সাংবাদিকতা ওই অর্থে এখনো পায়নি। যদিও কৃষি উন্নয়ন সাংবাদিকতাই বেশি জরুরি ছিল।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার সবখানে লোডশেডিং রাখলেও কৃষকদের পাম্প চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতেই বোঝা যায়, দেশে কৃষির গুরুত্ব কতটা।’
কৃষিতে শাইখ সিরাজের অবদান ও সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠদান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার উদ্দেশ্যে আধুনিক মিডিয়া ল্যাব উদ্বোধন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে নব নির্মিত এই ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
এর আগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতা: সম্ভাবনা ও প্রস্তুতি’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও শাইখ সিরাজ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘দুঃখজনক হলেও সত্য; বাংলাদেশে এখনো কৃষি সাংবাদিকতা পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। জাতীয়-আন্তর্জাতিক ও খেলাধুলা সম্পর্কিত সংবাদের জন্য গণমাধ্যমে আলাদা পাতা বরাদ্দ থাকলেও কৃষির জন্য আলাদা পাতা নেই, যা দুঃখজনক।’
ড. মো. গোলাম সামদানী ফকির আরও বলেন, ‘ডিজিটাল যুগে শিক্ষার্থীদের এখন অনেক বেশি নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। গ্রিন ইউনিভার্সিটির মিডিয়া ল্যাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘আগামীর কৃষি বর্তমানের চেয়ে অনেক চ্যালেঞ্জের হবে। এর মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। যার প্রভাবে ইতিমধ্যেই দেশের অনেক অঞ্চলে পড়তে শুরু করেছে।’
শাইখ সিরাজ আরও বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক ও অপরাধ সাংবাদিকতা যতটা জনপ্রিয়তা পেয়েছে, কৃষি সাংবাদিকতা ওই অর্থে এখনো পায়নি। যদিও কৃষি উন্নয়ন সাংবাদিকতাই বেশি জরুরি ছিল।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার সবখানে লোডশেডিং রাখলেও কৃষকদের পাম্প চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতেই বোঝা যায়, দেশে কৃষির গুরুত্ব কতটা।’
কৃষিতে শাইখ সিরাজের অবদান ও সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
১ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩ ঘণ্টা আগে