Ajker Patrika

কারাগারে পাঠানো হলো সখীপুর বিএনপির ৪৯ নেতা-কর্মীকে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
কারাগারে পাঠানো হলো সখীপুর বিএনপির ৪৯ নেতা-কর্মীকে

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। 
 
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত। 

রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ। 

উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত