সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে