নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করেছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য মাত্র দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রীরা। অন্যদিকে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে বেশির ভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আজ রোববার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ায় বেশির ভাগ মানুষ শোভন চেয়ারের টিকিট কাটছেন। আজ যে পরিমাণ টিকিটের চাহিদা আছে, তাতে ট্রেনের টিকিট এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, সবগুলো কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। পুরুষদের লাইনের সংখ্যা বেশি হওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। তবে নারীদের লাইন মাত্র দুটি হওয়ায় চরম ভোগান্তি দেখা গেছে তাঁদের লাইনে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁদের। কেউ হাতপাখা নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। মাঝে মাঝে লাইনে দাঁড়ানো নিয়ে নারীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। নারী পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তখন শান্ত করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে নারী যাত্রীদের টিকিট পেতে দুর্ভোগের শেষ নেই।
হোসনে আরা নামের এক নারী যাত্রী বলেন, ‘সাহরি খেয়ে কমলাপুরে এসে লাইনে দাঁড়াই। মাত্র দুটি লাইন হওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। লাইনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, যে যার মতো লাইনে ঢুকে যাচ্ছে। ফলে ঝামেলা হচ্ছে। তা ছাড়া কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দ্রুত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল।’
এদিকে ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা যাত্রী নুরে আলম বলেন, ‘আমার লাইনের ৭ নম্বর সিরিয়ালে ছিলাম। আমার আগে ছয়জন তাঁদের কাঙ্ক্ষিত এসি সিট পেয়েছেন। কিন্তু আমি যখন কাউন্টারে যাই, তখন আমাকে বলা হয়েছিল এসি টিকিট শেষ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে শোভন চেয়ার কিনতে হয়েছে।’
এদিকে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ট্রেনের এসি টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট শেষ হয়ে যায়।
ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করেছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য মাত্র দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রীরা। অন্যদিকে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে বেশির ভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আজ রোববার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ায় বেশির ভাগ মানুষ শোভন চেয়ারের টিকিট কাটছেন। আজ যে পরিমাণ টিকিটের চাহিদা আছে, তাতে ট্রেনের টিকিট এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, সবগুলো কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। পুরুষদের লাইনের সংখ্যা বেশি হওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। তবে নারীদের লাইন মাত্র দুটি হওয়ায় চরম ভোগান্তি দেখা গেছে তাঁদের লাইনে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁদের। কেউ হাতপাখা নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। মাঝে মাঝে লাইনে দাঁড়ানো নিয়ে নারীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। নারী পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তখন শান্ত করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে নারী যাত্রীদের টিকিট পেতে দুর্ভোগের শেষ নেই।
হোসনে আরা নামের এক নারী যাত্রী বলেন, ‘সাহরি খেয়ে কমলাপুরে এসে লাইনে দাঁড়াই। মাত্র দুটি লাইন হওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। লাইনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, যে যার মতো লাইনে ঢুকে যাচ্ছে। ফলে ঝামেলা হচ্ছে। তা ছাড়া কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দ্রুত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল।’
এদিকে ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা যাত্রী নুরে আলম বলেন, ‘আমার লাইনের ৭ নম্বর সিরিয়ালে ছিলাম। আমার আগে ছয়জন তাঁদের কাঙ্ক্ষিত এসি সিট পেয়েছেন। কিন্তু আমি যখন কাউন্টারে যাই, তখন আমাকে বলা হয়েছিল এসি টিকিট শেষ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে শোভন চেয়ার কিনতে হয়েছে।’
এদিকে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ট্রেনের এসি টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট শেষ হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে