নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করেছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য মাত্র দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রীরা। অন্যদিকে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে বেশির ভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আজ রোববার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ায় বেশির ভাগ মানুষ শোভন চেয়ারের টিকিট কাটছেন। আজ যে পরিমাণ টিকিটের চাহিদা আছে, তাতে ট্রেনের টিকিট এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, সবগুলো কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। পুরুষদের লাইনের সংখ্যা বেশি হওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। তবে নারীদের লাইন মাত্র দুটি হওয়ায় চরম ভোগান্তি দেখা গেছে তাঁদের লাইনে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁদের। কেউ হাতপাখা নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। মাঝে মাঝে লাইনে দাঁড়ানো নিয়ে নারীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। নারী পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তখন শান্ত করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে নারী যাত্রীদের টিকিট পেতে দুর্ভোগের শেষ নেই।
হোসনে আরা নামের এক নারী যাত্রী বলেন, ‘সাহরি খেয়ে কমলাপুরে এসে লাইনে দাঁড়াই। মাত্র দুটি লাইন হওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। লাইনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, যে যার মতো লাইনে ঢুকে যাচ্ছে। ফলে ঝামেলা হচ্ছে। তা ছাড়া কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দ্রুত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল।’
এদিকে ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা যাত্রী নুরে আলম বলেন, ‘আমার লাইনের ৭ নম্বর সিরিয়ালে ছিলাম। আমার আগে ছয়জন তাঁদের কাঙ্ক্ষিত এসি সিট পেয়েছেন। কিন্তু আমি যখন কাউন্টারে যাই, তখন আমাকে বলা হয়েছিল এসি টিকিট শেষ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে শোভন চেয়ার কিনতে হয়েছে।’
এদিকে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ট্রেনের এসি টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট শেষ হয়ে যায়।
ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করেছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য মাত্র দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রীরা। অন্যদিকে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে বেশির ভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
আজ রোববার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ায় বেশির ভাগ মানুষ শোভন চেয়ারের টিকিট কাটছেন। আজ যে পরিমাণ টিকিটের চাহিদা আছে, তাতে ট্রেনের টিকিট এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, সবগুলো কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। পুরুষদের লাইনের সংখ্যা বেশি হওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। তবে নারীদের লাইন মাত্র দুটি হওয়ায় চরম ভোগান্তি দেখা গেছে তাঁদের লাইনে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁদের। কেউ হাতপাখা নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। মাঝে মাঝে লাইনে দাঁড়ানো নিয়ে নারীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। নারী পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তখন শান্ত করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে নারী যাত্রীদের টিকিট পেতে দুর্ভোগের শেষ নেই।
হোসনে আরা নামের এক নারী যাত্রী বলেন, ‘সাহরি খেয়ে কমলাপুরে এসে লাইনে দাঁড়াই। মাত্র দুটি লাইন হওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। লাইনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, যে যার মতো লাইনে ঢুকে যাচ্ছে। ফলে ঝামেলা হচ্ছে। তা ছাড়া কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দ্রুত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল।’
এদিকে ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা যাত্রী নুরে আলম বলেন, ‘আমার লাইনের ৭ নম্বর সিরিয়ালে ছিলাম। আমার আগে ছয়জন তাঁদের কাঙ্ক্ষিত এসি সিট পেয়েছেন। কিন্তু আমি যখন কাউন্টারে যাই, তখন আমাকে বলা হয়েছিল এসি টিকিট শেষ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে শোভন চেয়ার কিনতে হয়েছে।’
এদিকে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ট্রেনের এসি টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট শেষ হয়ে যায়।
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
১১ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
১৩ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৩ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
৩২ মিনিট আগে