Ajker Patrika

সাভারে গোপন সভা থেকে জামায়াতে ইসলামীর ৬৬ নেতা-কর্মী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে গোপন সভা থেকে জামায়াতে ইসলামীর ৬৬ নেতা-কর্মী আটক

সাভারে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন থেকে ৬৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গোপনে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বাদী হয়ে দুটি মামলা করে পুলিশ। আজ শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার বিকেলে সাভারের ভাকুর্তার চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাঁদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। 

এ সময় পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, ‘তাঁরা আমাদের পুলিশের কাজে বাধা দেয়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়। এ সময় ৭টি ককটেল, জিহাদি বই জব্দ করা হয়। এ ছাড়া সম্মেলন লেখা ব্যানার-ফেস্টুন, ফরম, টাকার রসিদ জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নাশকতার পরিকল্পনা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত