নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক রোড এলাকার একটি বাসায় বিকট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে আগা সাদেক রোড পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ইসরাফিল হোসেন (৬২), তাঁর স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান হোসেন (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)। দগ্ধ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের চারজনকেই ভর্তি রাখা হয়েছে।
ইসরাফিলের ভাতিজা তারিফ আলম তারেক আজকের পত্রিকাকে জানান, চারতলা বাড়িটি ইসরাফিলের নিজের। বাড়ির নিচতলায় থাকেন তাঁরা। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও তাঁদের চিৎকারে আশপাশের লোকজন সবাই ওই বাসায় আসে। পরে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
তারিফ আলম বলেন, বিস্ফোরণে তাঁদের ঘরের দেয়াল ভেঙে গেছে। ঘরের ভেতরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোথা থেকে বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ হয়নি। দগ্ধ সবার অবস্থা গুরুতর।
ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাকি তিনজনকে আগেই হাসপাতালে নিয়ে গেছে। বাড়িটির নিচতলার তিনটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক রোড এলাকার একটি বাসায় বিকট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে আগা সাদেক রোড পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ইসরাফিল হোসেন (৬২), তাঁর স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান হোসেন (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)। দগ্ধ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের চারজনকেই ভর্তি রাখা হয়েছে।
ইসরাফিলের ভাতিজা তারিফ আলম তারেক আজকের পত্রিকাকে জানান, চারতলা বাড়িটি ইসরাফিলের নিজের। বাড়ির নিচতলায় থাকেন তাঁরা। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও তাঁদের চিৎকারে আশপাশের লোকজন সবাই ওই বাসায় আসে। পরে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
তারিফ আলম বলেন, বিস্ফোরণে তাঁদের ঘরের দেয়াল ভেঙে গেছে। ঘরের ভেতরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোথা থেকে বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ হয়নি। দগ্ধ সবার অবস্থা গুরুতর।
ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাকি তিনজনকে আগেই হাসপাতালে নিয়ে গেছে। বাড়িটির নিচতলার তিনটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে