Ajker Patrika

পুরান ঢাকায় বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২২, ১৫: ১১
পুরান ঢাকায় বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক রোড এলাকার একটি বাসায় বিকট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে আগা সাদেক রোড পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—ইসরাফিল হোসেন (৬২), তাঁর স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান হোসেন (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)। দগ্ধ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের চারজনকেই ভর্তি রাখা হয়েছে।

ইসরাফিলের ভাতিজা তারিফ আলম তারেক আজকের পত্রিকাকে জানান, চারতলা বাড়িটি ইসরাফিলের নিজের। বাড়ির নিচতলায় থাকেন তাঁরা। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও তাঁদের চিৎকারে আশপাশের লোকজন সবাই ওই বাসায় আসে। পরে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। 

তারিফ আলম বলেন, বিস্ফোরণে তাঁদের ঘরের দেয়াল ভেঙে গেছে। ঘরের ভেতরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোথা থেকে বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ হয়নি। দগ্ধ সবার অবস্থা গুরুতর।

ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাকি তিনজনকে আগেই হাসপাতালে নিয়ে গেছে। বাড়িটির নিচতলার তিনটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত