Ajker Patrika

ঢামেকে আগুন আতঙ্কে রোগীদের ছোটাছুটি

ঢামেক প্রতিনিধি
ঢামেকে আগুন আতঙ্কে রোগীদের ছোটাছুটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে একটি টিউব লাইটের স্ট্যাটার গরম হয়ে ধোঁয়া বের হয়। এতে আগুন আতঙ্কে হঠাৎ করেই হাসপাতালে থাকা রোগী ও তাঁদের স্বজনেরা ছোটাছুটি শুরু করেন। আজ বুধবার নতুন ভবনের দশ তলার ১০৯ নম্বর কেবিনে ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাসপাতালের ১০৯ নম্বর কেবিনে টিউব লাইটের স্ট্যাটার গরম হয়ে ধোঁয়া বের হয়। এই আতঙ্কে আটতলা থেকে রোগীরা হইচই করতে থাকেন। এতে হাসপাতালের সকল ওয়ার্ডের স্বজনেরা রোগীসহ বাইরে বের হওয়ার চেষ্টা করেন। 

১০৯ নম্বর কেবিনে ভর্তি রোগী ইরা বেগমের (৫৬) স্বামী আব্দুল খালেক বলেন, ‘সন্ধ্যার দিকে কেবিনের ভেতরে টিউব লাইটের স্ট্যাটার স্পার্ক করে। তা থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষকে খবর দিই। পরে হাসপাতালের ইলেকট্রিশিয়ান এসে সেটা ঠিক করে।’ 

ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১ এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে খবর পায় ঢাকা মেডিকেলে আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে ৪ ইউনিটসহ হাসপাতালে গিয়ে কোনো আগুন দেখতে পায়নি।’ 

বজলুর রশীদ বলেন, ‘হাসপাতালের নতুন ভবনের একটি কেবিনে শর্টসার্কিট থেকে টিউবলাইট স্পার্ক করে। এতে কিছু ধোঁয়া বের হতে থাকে। এ সময় রোগী ও তাঁদের স্বজনেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে থাকেন। তাঁদের শান্ত করা হয়েছে। এখন কোনো সমস্যা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত