মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরের আবু জাফর (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু।
নিহত আবু জাফর দৌলতপুরে বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাঁচামারা বাজারে মুদি মাল, বিকাশ ও ফ্রিজের দোকান করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই করোনাকালীন সময়ে সন্ধ্যায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বাঁচামারা বাজারে আনসার সদস্যদের সঙ্গে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান।
এ সময় মুদি মাল, বিকাশ ও ফ্রিজ ব্যবসায়ী আবু জাফরের দোকান খোলা পায় এবং তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে। এসময় তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যের কাছ থেকে বন্দুক নিয়ে আবু জাফরকে বেধড়ক পেটাতে থাকে। আবু জাফরের আত্ম চিৎকারে তাঁর বড় ভাই সালাউদ্দিন ঠান্ডু এগিয়ে আসলে প্রকাশ্যে তাকেও মারধর করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় উপজেলা নির্বাহী অফিসার।
এ ঘটনার পর আবু জাফর গুরুতর আহত হয়ে দীর্ঘ ৯ মাস ১৬ দিন পর গত ১৬ মে ২০২২ তারিখে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু জানান, উপজেলা নির্বাহী অফিসারের ভয়ে এত দিন অভিযোগ করতে পারি নাই। কিন্তু ভাই মারা যাওয়ার পর ছোট ভাতিজা ও ভাতিজির কথা ভেবে এবং আমার বাবা-মা নিহত জাফরের জন্য কান্না কাটি করায় বাধ্য হয়ে ভাইয়ের বিচারের জন্য অভিযোগ করছি।
তিনি আরও জানান, ওই নির্যাতনের কারণে আমার ঘাড়ের হাড় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি ইউএনও বিচার চাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে গত সাত দিন আগে দৌলতপুরের ইউএনও ইমরুল হাসান সরকারিভাবে অন্যত্র বদলি হলেও এখনো নিজ কর্মস্থলে আছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বদলি জনিত কারণে মানিকগঞ্জ থেকে অন্যত্র চলে যাবেন।
মানিকগঞ্জের দৌলতপুরের আবু জাফর (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু।
নিহত আবু জাফর দৌলতপুরে বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাঁচামারা বাজারে মুদি মাল, বিকাশ ও ফ্রিজের দোকান করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই করোনাকালীন সময়ে সন্ধ্যায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বাঁচামারা বাজারে আনসার সদস্যদের সঙ্গে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান।
এ সময় মুদি মাল, বিকাশ ও ফ্রিজ ব্যবসায়ী আবু জাফরের দোকান খোলা পায় এবং তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে। এসময় তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যের কাছ থেকে বন্দুক নিয়ে আবু জাফরকে বেধড়ক পেটাতে থাকে। আবু জাফরের আত্ম চিৎকারে তাঁর বড় ভাই সালাউদ্দিন ঠান্ডু এগিয়ে আসলে প্রকাশ্যে তাকেও মারধর করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় উপজেলা নির্বাহী অফিসার।
এ ঘটনার পর আবু জাফর গুরুতর আহত হয়ে দীর্ঘ ৯ মাস ১৬ দিন পর গত ১৬ মে ২০২২ তারিখে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাই সালাউদ্দিন ঠান্ডু জানান, উপজেলা নির্বাহী অফিসারের ভয়ে এত দিন অভিযোগ করতে পারি নাই। কিন্তু ভাই মারা যাওয়ার পর ছোট ভাতিজা ও ভাতিজির কথা ভেবে এবং আমার বাবা-মা নিহত জাফরের জন্য কান্না কাটি করায় বাধ্য হয়ে ভাইয়ের বিচারের জন্য অভিযোগ করছি।
তিনি আরও জানান, ওই নির্যাতনের কারণে আমার ঘাড়ের হাড় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি ইউএনও বিচার চাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে গত সাত দিন আগে দৌলতপুরের ইউএনও ইমরুল হাসান সরকারিভাবে অন্যত্র বদলি হলেও এখনো নিজ কর্মস্থলে আছে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বদলি জনিত কারণে মানিকগঞ্জ থেকে অন্যত্র চলে যাবেন।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে